ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

‘৩০ ঘণ্টা প্রসবযন্ত্রণা…’, হাসপাতালে বিক্রান্তের স্ত্রীর ভয়ংকর পরিস্থিতি!

Mohon | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ - ০২:৫৪:২৫ পিএম

বিনোদন ডেক্স : ছোট পর্দা হোক বা বড় পর্দা— অভিনেতা বিক্রান্ত ম্যাসি সর্বত্র তাঁর অভিনয়-দক্ষতা দেখিয়েছেন বারবার। তবে ব্যক্তিগত জীবনে সব সময়ই রেখেছেন খানিক রাখঢাক। ২০২৪ সালে পুত্র বর্ধনকে স্বাগত জানিয়েছেন তাঁরা। ছেলের জন্মের এত বছর পরে বিক্রান্ত সেই মুহূর্তের কথা তুলে ধরেছেন। তাঁর স্ত্রীর প্রসবযন্ত্রণার মুহূর্ত বদলে দিয়েছিল বিক্রান্তের জীবন। স্ত্রীকে যন্ত্রণায় কাতরাতে দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অভিনেতা। সম্প্রতি, এক সাক্ষাৎকারে বিক্রান্ত তাঁর পিতৃত্বকালীন সময়ের জার্নি নিয়ে মুখ খুললেন। একজন মায়ের অবদান বাবার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাঁর স্ত্রী কিভাবে ৩০ ঘণ্টা প্রসবযন্ত্রণা সহ্য করেছিলেন, সেই বিষয়েও মুখ খুললেন অভিনেতা।

বিক্রান্ত জানান, বিয়ে এমন একটি বিষয়, যেখানে অনেকটা ডেডিকেশনের প্রয়োজন। প্রাথমিকভাবে তিনি এ ধরনের কোনো সম্পর্কে জড়াতে চাইছিলেন না, তবে তিনি সব সময়ই একটি পরিবার চেয়েছিলেন। স্ত্রী শীতলের গর্ভাবস্থার কথা উল্লেখ করে বিক্রান্ত ছেলের জন্মের সময়ের ৩০ ঘণ্টা প্রসবযন্ত্রণার কথা উল্লেখ করেছিলেন। তিনি যন্ত্রণায় ভুগেছেন; কিন্তু কিছুই করতে পারেননি। বিক্রান্ত বলেন, ‘নয় মাসের গর্ভাবস্থায় শীতলকে সামনে থেকে দেখা ছিল একেবারে ভিন্ন অভিজ্ঞতা। যদিও আমি তাঁকে দশ বছর ধরে চিনি। সেই ছোট্ট মেয়েটির পেট একটু একটু করে বড় হয়েছে। ও প্রায় ৩০ ঘণ্টা প্রসবযন্ত্রণা সহ্য করেছে। সত্যিই মেয়েরা অনেক কিছু সহ্য করে। তিনি আরো বলেন, পুরুষরা যা-ই করুক না কেন, নারীরা যা করে তার তুলনায় অনেক কম।

 

 

কুইক টি ভি/মহন/ ৩ ডিসেম্বর ২০২৫/দুপুর ২:৫৪

▎সর্বশেষ

ad