
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর ওয়ানডে সিরিজের মাঝেই প্রায় ১৬ বছর পর ভারতের ঘরোয়া পঞ্চাশ ওভারের প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামছেন বিরাট কোহলি। দিল্লির জার্সি গায়ে এই টুর্নামেন্টে সর্বশেষ খেলেছিলেন ২০১০ সালে।
বিসিসিআইয়ের চুক্তিতে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক হওয়ায় ৩৭ বছর বয়সী কোহলি এবার ফিরছেন ভিজায় হাজারে ট্রফিতে। আগামী ২৪ ডিসেম্বর আহমেদাবাদে শুরু হওয়া আসরে তার খেলার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ও ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। সংস্থার সচিব অশোক শর্মা বলেছেন, কোহলি অবশ্যই কয়েকটি ম্যাচ খেলবেন, তবে পুরো টুর্নামেন্টে খেলবেন কি না নিশ্চিত নই।
সাম্প্রতিক আন্তর্জাতিক ফর্মও চমৎকার কোহলির। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১১ চার ও ৭ ছক্কায় ১২০ বলে ১৩৫ রানের দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে জেতান তিনি। এটি তার ওয়ানডের ৫২তম সেঞ্চুরি। সিরিজের বাকি ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে বুধবার ও শনিবার।
দিল্লির হয়ে কোহলির সর্বশেষ পঞ্চাশ ওভারের ঘরোয়া ম্যাচ ২০১৩ সালের এনকেপি সালভে চ্যালেঞ্জার ট্রফিতে। আর বিজয় হাজারে ট্রফিতে শেষ খেলেছেন ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি, সেখানে সার্ভিসেসের বিপক্ষে ১৫৪ বলে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই ম্যাচে দিল্লিকে জেতানোর নায়ক ছিলেন মিঠুন মানহাস, তিনি বর্তমানে বিসিসিআইয়ের সভাপতি।
অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৪৮






