বিনোদন ডেস্ক : জাঁকজমক আয়োজনে গায়েহলুদ অনুষ্ঠিত হওয়ার পর ‘চিটিং’য়ের অভিযোগে ভারতীয় নারী ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানার সঙ্গে সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে স্থগিত হয়েছে। এমনকি বিয়ে আদৌ হবে কি না, সেই নিয়ে সংশয় আছে। বলিউডের সুরকারের বিরুদ্ধে ‘চিটিং’য়ের অভিযোগ ওঠার পর সম্প্রতি তাকে দেখা গেল প্রেমানন্দজি মহারাজের আশ্রমে। ভাইরাল ছবি দেখে অনেকেই প্রশ্ন করছেন, যাবতীয় কেলেঙ্কারি থেকে ‘উদ্ধার’ পেতে কি ভক্তিই শক্তি পলাশের? প্রেমানন্দজি মহারাজের আশ্রমে সেলিব্রিটিদের যাওয়া নতুন কিছু নয়। বিরাট কোহলি-আনুশকা শর্মারাও প্রায়ই কানপুরের আশ্রমে যান। এবার সেখানে দেখা গেল পলাশকে। মাস্ক দিয়ে মুখ ঢাকা থাকলেও তাকে চিনতে অসুবিধা হয়নি অনুরাগীদের। বিশেষ করে কোঁকড়ানো চুল ও হাতের মেহেদি দেখে অনেকেই পলাশকে চিনতে পেরেছেন।

প্রেমানন্দ মহারাজের কাছে পলাশকে দেখে নেটিজেনরা খোঁচা দেওয়ার সুযোগ ছাড়ছেন না। অনেকে বলছেন, ‘পলাশ প্রায়শ্চিত্ত করতে গিয়েছেন।’ আবার অনেকে লিখেছেন, ‘১৮ নম্বর জার্সির সমস্যা মেটাতে প্রেমানন্দজি মহারাজই ভরসা।’ কারণ কোহলি ও স্মৃতি দুজনের জার্সি নম্বর ১৮। যদিও দুজনের সমস্যা আলাদা। সব কিছু ঠিক থাকলে গত ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতি এবং পলাশের। কিন্তু ওই দিনই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। পরদিনই শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পলাশকেও। প্রাথমিকভাবে জানা যায়, ভাইরাল ইনফেকশন এবং এসিডিটির কারণে হাসপাতালে যেতে হয়েছিল তাকে। পরে বিয়ের নারী কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা তুঙ্গে ওঠে। ফাঁস হয়েছে অন্য এক নারীর সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাটও। প্রশ্ন উঠছে, এহেন পরিস্থিতিতে কি পলাশকে বিয়ে করবেন স্মৃতি? স্মৃতির ভাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিয়ে আপাতত স্থগিত। তারা এখনই কিছু ভাবছেন না।
কুইক টি ভি/মহন/৩ ডিসেম্বর ২০২৫/বিকাল ৩:১৯






