ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত

superadmin | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ - ১২:৪১:১০ এএম

প্রেস বিজ্ঞপ্তিঃ গাঁজায় ইসরায়েলের নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের পক্ষ হতে আজ ১৫ এপ্রিল (মঙ্গলবার) মানববন্ধন আয়োজন করা হয়। তমাল

মানববন্ধন হতে অবিলম্বে ফিলিস্তিনের জনগণের উপর ইসরাইলের সর্বগ্রাসী হামলা ও ধংসযজ্ঞ বন্ধের দাবি করা হয় এবং ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের প্রতি সংহতি প্রকাশ করা হয়।

মানববন্ধন কর্মসূচি শেষে একটি র‍্যালি আয়োজন করা হয়।

র‍্যালিটি অপরাজেয় বাংলা হতে শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুর এমন অমানবিক কার্যাবলী কে শয়তানি কর্মকাণ্ড হিসেবে অভিহিত করা হয় এবং র‍্যালি শেষে নেতানিয়াহুর কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করা হয়।

দর্শন বিভাগ কর্তৃক আয়োজিত এ মানববন্ধন এর সভাপতিত্ব করেন বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তফা আবুলউলায়ী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এছাড়াও বক্তব্য রাখেন ডুপডা’র (ঢাকা ইউনিভার্সিটি ফিলোসফি ডিপার্টমেন্ট এলামনাই এসোসিয়েশন) সাধারণ সম্পাদক জনাব লুৎফর রহমান, দর্শন বিভাগের অধ্যাপক মো: নুরুজ্জামান, অধ্যাপক আ খ ম ইউনুস।

মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.আজিজুন্নাহার ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন, অধ্যাপক ড. মোসা: রেবেকা সুলতানা, সহযোগী অধ্যাপক জনাব মন্দিরা চৌধুরী, সহযোগী অধ্যাপক জনাব মুহাম্মদ ওয়াহিদুল আলম, সহকারি অধ্যাপক জনাব অরিনা খাতুন জিনিয়া, সহকারি অধ্যাপক জনাব খন্দকার তোফায়েল আহমেদ, প্রভাষক জনাব তাপসী রাবেয়া এবং বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেন।

কিউএনবি/রাখি/১৫.০৪.২০২৫/রাত ১১.৩০

তমাল/১৫.০৪.২০২৫/রাত ১১.৩০

▎সর্বশেষ

ad