ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

আমার স্বপ্নের মেয়ের সঙ্গে বিয়ের সাত বছর

Mohon | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ - ০২:০৯:৪৯ পিএম

বিনোদন ডেক্স :  বলিউড ও হলিউডের  অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস দম্পতির বিয়ের সাত বছর পূর্ণ হয়েছে গত ১ ডিসেম্বর। ২০১৮ সালের ২ ডিসেম্বর যোধপুরের ঐতিহ্যবাহী উমেদ ভবন প্রাসাদে দুই পরিবারের রীতিনীতি মেনেই তাদের জমকালো বিয়ে হয়। এ তারকা দম্পতির বিবাহবার্ষিকীর এই বিশেষ দিনটি উপলক্ষে অভিনেত্রীর সঙ্গে কাটানো মুহূর্ত সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন তার স্বামী নিক। মার্কিন পপ তারকা বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। এর আগে লন্ডনে প্রিয়াংকা চোপড়ার জন্মদিনে (১৮ জুলাই) নিক জোনাস তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সে বছরই ১ ডিসেম্বর মার্কিন পপ তারকা নিক জোনাস ও প্রিয়াংকা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

২০২২ সালের জানুয়ারি মাসে এ দম্পতি সারোগেসি মাধ্যমে তাদের প্রথম কন্যাসন্তান মালতি মারি চোপড়া জোনাসকে পৃথিবীতে স্বাগত জানান। স্ত্রীকে মনের কথা জানাতে প্রিয়াংকার মুখ নয়, বরং তিনি কেবল অভিনেত্রীর গ্ল্যামারাস লুকের এক ঝলক শেয়ার করেছেন, যেখানে তার পিঠ দেখা যাচ্ছে। ছবিটি অস্পষ্ট হলেও এর পেছনের আবেগ রয়েছে। বিবাহবার্ষিকীতে নিক জোনাস লিখেছেন—আমার স্বপ্নের মেয়ের সঙ্গে বিয়ের সাত বছর। সামাজিক মাধ্যমে নিক ও প্রিয়াংকা দুজনেই সবসময় তাদের ভালোবাসার মুহূর্তগুলো ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন।

জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা অন্য যে কোনো আনন্দের ক্ষণ, কেউ-ই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করার সুযোগ হাতছাড়া করেন না। প্রিয়াংকা ও নিকের এই প্রেমকাহিনি শুরু হয়েছিল সামাজিক মাধ্যম ‘এক্স’-এ বার্তা আদান-প্রদানের মাধ্যমে। নিকের মেসেজের পর প্রিয়াংকা তার নম্বর শেয়ার করেন এবং সেখান থেকেই তাদের কথাবার্তা শুরু হয়। এর পর ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে তাদের প্রথম সাক্ষাৎ হয়। একই বছর মেট গালার রেড কার্পেটেও তাদের একসঙ্গে দেখা যায়। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে তাদের ডেটিংয়ের খবর প্রকাশ্যে আসে। অবশেষে ১ ও ২ ডিসেম্বর যোধপুরের ঐতিহ্যবাহী উমেদ ভবন প্রাসাদে ধর্মীয় রীতিনীতি মেনে তাদের বিয়ে হয়।

 

 

কুইক টি ভি/মহন/ ৩ ডিসেম্বর ২০২৫/দুপুর ২:০৯

▎সর্বশেষ

ad