ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

‘ভারত সমর্থিত’ সাত জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

Anima Rakhi | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ - ০২:৩৩:৩৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনা অভিযানে সাত জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি ওই ‘জঙ্গিরা ভারত সমর্থিত’ বলে দাবি করা হয়েছে। 

মঙ্গলবার সেনাদের মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, আফগান সীমান্ত সংলগ্ন উত্তর ওয়াজিরিস্তান জেলায় দুইটি অভিযানে তাদের হত্যা করা হয়।

আইএপিআর দাবি করছে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ওপর হামলা ও বেসামরিক মানুষদের টার্গেট কিলিংয়ে সক্রিয়ভাবে জড়িত ছিল। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।  
ওই এলাকায় কোনো ভারত সমর্থিত জঙ্গি থাকলে তাদের নির্মূল করতে আরও অভিযান চালানো হচ্ছে।

তবে এ বিষয়ে, ভারতের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

খাইবার পাখতুন খোয়ায় কয়েক বছর ধরে উগ্রপন্থীদের উত্থান লক্ষ্য করা গেছে। পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও অন্যান্য জঙ্গিগোষ্ঠী প্রায়ই নিরাপত্তা বাহিনীর কনভয় ও চেকপোস্টগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।  

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করছে, আফগানিস্তান জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। পাশাপাশি ভারত টিটিপিসহ জঙ্গি গোষ্ঠীকে পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য সমর্থন দিচ্ছে। তবে কাবুল ও নয়াদিল্লি এই অভিযোগগুলো অস্বীকার করে এসেছে।

গত অক্টোবর মাসে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে। দুই দেশ ১৯ অক্টোবর দোহায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছিল, তবে প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা এখনও চরম পর্যায়ে।

সূত্র: আরব নিউজ

অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:১৬

▎সর্বশেষ

ad