রাজনীতি ডেক্স: জাতীয় নির্বাচনের আগে চলতি নভেম্বরে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিতে তার বাসভবন যমুনায় গেছেন জামায়াতে ইসলামীসহ আট দলের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার পর তারা যমুনায় পৌঁছেন।এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আট দলের নেতাকর্মীরা পল্টন মোড়ে এসে জড়ো হতে শুরু করেন।
পরে সেখান থেকে মিছিল সহকারে তারা যমুনার দিকে পদযাত্রা করেন।দুপুর ১২টা ৪৫ মিনিটে মৎস্য ভবন মোড়ে মিছিলটি পৌঁছলে পুলিশ তাদের আটকে দেয়।তখন মিছিলটি ওই মোড়েই রেখে প্রতিনিধিদল স্মারকলিপি দিতে যমুনায় যায়। আর নেতাকর্মীদের অবস্থানের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
যুগপৎ আন্দোলনে থাকা আট দলের আন্দোলনের মূল লক্ষ্য হলো পাঁচটি দাবি আদায় করা।
দাবিগুলো হলো—১. নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি।২. অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করা।৩. নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪. ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা।
৫. রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।এদিকে আগামীকালের (শুক্রবার) মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং অবিলম্বে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া না হলে আগামী মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকায় জনস্রোত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি ইসলামি দলের নেতারা।তারা বলছেন, জাতি আজ ঐক্যবদ্ধ। জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে হবে। সংস্কার না করে কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না, হবে না।সুতরাং আগে গণভোট দিতে হবে। তার আগে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে।
কুইকটিভি/মোহন/ ৬ নভেম্বর ২০২৫ / ০৪:২৯