
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো কমতি রাখছে না পাকিস্তান। টুর্নামেন্ট শুরুর আগে দুই আয়োজক দেশের একটি শ্রীলঙ্কায় সিরিজ খেলবে সালমান আলি আগার দল।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বিশ্বকাপ শুরুর আগেই জানুয়ারির শুরুতে লঙ্কানদের বিপক্ষে খেলবে পাকিস্তান। নতুন বছরে যা তাদের প্রথম সাদা বলের সিরিজ। আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি মাঠে গড়াবে ম্যাচ তিনটি। সবগুলো লড়াই হবে ডাম্বুলায়, এখানে অবশ্য বিশ্বকাপের কোনো ম্যাচ নেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে জাতীয় দলকে এই সংস্করণে যতটা সম্ভব ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত ছয় মাস ধরে একের পর এক টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন সালমান, সাইম আইয়ুবরা।
গত মে মাসে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হওয়ার পর বাংলাদেশের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজে লড়েছে, দুটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও এশিয়া কাপে খেলেছে তারা। সবশেষ ঘরের মাঠে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকার। শ্রীলঙ্কায় তিন ম্যাচের সিরিজ ছাড়াও বিশ্বকাপের আগে আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান; জানুয়ারির শেষ সপ্তাহে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
বিশ্বকাপে ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে পাকিস্তান। সেখানে তাদের সঙ্গী যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। বৈশ্বিক আসরে পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। যদি সেমি-ফাইনাল ও ফাইনালে ওঠে তারা, তাহলে এই দুই ম্যাচও হবে কলম্বোয়। শ্রীলঙ্কাকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের চার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান।
অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:২৬






