ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক

superadmin | আপডেট: ১১ মে ২০২৫ - ০১:৩৪:০৬ এএম

ডেস্কনিউজঃ শহীদ সার্জেন্ট জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠনকল্পে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডুয়া অডিটোরিয়ামে এক সাধারণ সভা শুক্রবার অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত সচিব (অব:) জনাব একেএম মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও ১৯৮৪-৮৫ শিক্ষা বর্ষের শিক্ষার্থী ও র‍্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান, ১৯৮৪-৮৫ শিক্ষা বর্ষের শিক্ষার্থী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডঃ লুৎফর রহমান, ইউনিয়ন ব্যাংক পিএলসির এমডি ও সিইও হুমায়ুন কবির, ডাকসুর সাবেক সদস্য খোরশেদ আলম, ১৯৮৩-৮৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থী ও হল সংসদের সাবেক জিএস মাসুম আহমেদ, ১৯৮৩-৮৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থী আফতাব আহমেদ, ১৯৮৫-৮৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থী রাজনীতিবিদ ও লেখক, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বাংলাদেশ বিমান-এর পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) যুগ্ম-সচিব আব্দুর রফিক, বরিশালের জেলা ও দায়রা জজ জনাব ফারুক, ডিএমপি’র এসপি শাহিন, জনতা ব্যাংকের ডিজিএম আব্দুল হাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডঃ নাসির আহমেদ, পুলিশ কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম ও সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহিম, মুনির মাতুব্বর, মোঃ মিজানুর রহমান সোহাগ, মাহাবুব আরেফিন, শরীফ উদ্দিন বাবু, আব্দুস সালাম খান আউয়াল, রাজীব হোসেন, আব্দুর রফিক জয়, আব্দুল জলিল আকন্দ, মামুনুর রশীদ, নাজমুস সাকিব, জনতা ব্যাংকের ডিজিএম আব্দুল হাই সহ হলের সাবেক শিক্ষার্থীরা।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন এর সাধারণ সভায় সমবেত সাবেক ছাত্রগণ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ২২তম বিসিএস (শিক্ষা) কর্মকর্তা মোঃ আবুয়াল কায়সার, জনাব আরেফিন ও ছাত্রনেতা আব্দুর রহমান সাজ্জাদ।

বিস্তারিত আলোচনা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডঃ লুৎফর রহমানকে আহবায়ক, লুৎফর রহমানকে ষুগ্ম-আহবায়ক ও ব্যারিস্টার শাহীন আহমেদকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন এর তিন সদস্য বিশিষ্ট ঘোষিত আংশিক কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডঃ লুৎফর রহমান আহবায়ক, যুগ্ম -আহবায়ক রাজনীতিবিদ ও লেখক লুৎফর রহমান এবং ব্যারিস্টার শাহীন আহমেদ সদস্য সচিব মনোনীত হন।

কিন্তু সদস্য সচিব মনোনয়ন নিয়ে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে। সার্জেন্ট জহুরুল হক হলের অনেক সাবেক ছাত্রের অভিযোগ, বিশেষ একটি সংগঠনের পক্ষ থেকে সদস্য সচিবের মনোনয়ন সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয়েছে। এমনকি এই পক্ষের অশোভনীয় আচরনে ক্ষুব্ধ, বিরক্ত ও বিব্রত হয়েছেন অনেকেই। কেউ কেউ হল অ্যালামনাই এর ঐক্য বজায় রাখার স্বার্থে আহবায়ক, যুগ্ম-আহবায়ক ও সদস্য পদ রেখে সদস্য সচিব পদটি উহ্য রাখার পরামর্শ দিয়েছেন। সেক্ষেত্রে ব্যারিস্টার শাহীন আহমেদকে যুগ্ম-আহবায়ক হিসাবে কাজ করার জন্যে পরামর্শ দিয়েছেন ।

তমাল/১০.০৫.২০২৫/রাত ১০.৪৫

▎সর্বশেষ

ad