
স্পোর্টস ডেস্ক : ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের ওপেনার ক্রিস শ্রীকান্ত বলেছেন, রিবাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়া ভারত বিশ্বকাপ জিতবে না। শ্রীকান্ত নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘কোহলি ও রোহিত অন্য পর্যায়ের ক্রিকেট খেলেছে। এ দুজনকে ছাড়া ২০২৭ বিশ্বকাপে (ভারতের) পরিকল্পনা কাজ করবে না। রোহিতকে এক পাশে ও বিরাটকে অন্য পাশে লাগবে। এ নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না।’
শ্রীকান্তও আরও বলেন, ‘দেখুন রোহিত ও কোহলি যদি ২০ ওভারের মতো ব্যাট করে, তাহলে প্রতিপক্ষ ধ্বংস হয়ে যায়। এ ম্যাচেও তেমন হয়েছে। ওদের জুটিই পার্থক্য গড়ে দিয়েছে।’বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নিলেও খেলছেন শুধু মাত্র ওয়ানডে ফরম্যাটে। একজনের বয়স ৩৭, আরেকজনের ৩৮। আরেকটি ওয়ানডে বিশ্বকাপ আসতে আসতে তাদের বয়সে যোগ হবে আরও দুই বছর করে।
তারা যেভাবে ফিটনেস ধরে রেখেছেন সেটি দেখে মুগ্ধ শ্রীকান্ত, ‘তারা ফিটনেস নিয়ে প্রচুর খাটছে। বিরাট ও রোহিত শুধু এক সংস্করণে খেলে। শুধু এক সংস্করণে খেলে এমন মানসিকতা ধরে রাখা সহজ কাজ নয়।’ শ্রীকান্ত বলেন, ‘আমার যা মনে হচ্ছে ২০২৭ বিশ্বকাপে ব্যাটিংক্রমের এক ও তিনে ওদের জায়গা পাকা। ওদের ছাড়া আমরা জিততে পারব না।’
আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:৩৩






