ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

ব্রাকসু নির্বাচন: সকালে মনোনয়ন সংগ্রহ, বিকেলে স্থগিতের ঘোষণা

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ০৯:৩৯:৩৬ পিএম

ডেস্ক নিউজ : জানা যায়, সকাল ১০ থেকে শুরু হয় ব্রাকসু নির্বাচনের শেষ দিনের মনোনয়ন বিতরণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হিড়িক পড়ে প্রার্থী ও সমর্থকদের। কেউ একা, কেউ দলবল নিয়ে কিংবা মা-বাবাকে সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশ ব্রাকসুর মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহ শেষে উচ্ছ্বসিত প্রার্থীরা দেন নানা রকম প্রতিশ্রুতিও।

দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ শেষে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আহমাদুল হক আলবীর বলেন, ‘আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে থাকতে চাই। তাদের চাওয়া পাওয়া, দাবি দাওয়া আদায়ে সবসময় সচেষ্ট থাকতে চাই। সবমিলিয়ে একটা জবাবদিহিমূলক নেতৃত্ব শিক্ষার্থীদের উপহার দিতে চাই।’

বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী ভিপি প্রার্থী আশিকুর রহমান আশিক বলেন, ‘শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করছি। শিক্ষার্থীদের ভোটে যদি নির্বাচিত হই তাহলে ভবিষ্যতেও শিক্ষার্থীদের অবকাঠামো সংকট, পরিবহন সংকট দূর করাসহ একটি শিক্ষার্থী বান্ধব আদর্শ ক্যাম্পাস গঠন করাই আমার মূললক্ষ্য।’ এ দিকে দুপুরে ভোটার তালিকায় নানা অসঙ্গতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তর্কে জড়ায় শিক্ষার্থীদের একটি অংশ।

ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ইন্দ্রানী মুখার্জী বলেন, ‘সংস্কৃতি সম্পাদক পদে মনোনয়ন নেয়ার জন্য ব্যাংকে টাকা জমা দিয়ে মনোনয়ন সংগ্রহ করতে গেলে দেখি ভোটার তালিকায় আমার নাম নেই। খসড়া ভোটার তালিকায় নাম থাকলেও চূড়ান্ত ভোটার তালিকায় না থাকায় আমাকে মনোনয়ন দেয়নি কমিশন। এমন সমস্যা আরও কয়েকজনের সঙ্গে ঘটছে যা কাম্য নয়।

আরও বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ব্রাকসুর চূড়ান্ত ভোটার তালিকায় নিয়মিত অনেক শিক্ষার্থীর নাম নেই। আবার এমন অনেকের নাম আছে যারা বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আবার অনেকে পড়াশোনা শেষ করে বের হয়ে গেছেন। কিছু কিছু ক্ষেত্রে পুরুষ শিক্ষার্থীর নাম ছাত্রী হলের সঙ্গে যুক্ত করা হয়েছে। আবার নারী শিক্ষার্থীর নাম ছাত্র হলের সঙ্গে যুক্ত করা হয়েছে। এ সব অসংগতি দূর করে যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি তোলেন তারা।

এদিকে অসংগতির বিষয়ে বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন। এ সময় নির্বাচন কমিশনার ড. মোহসীনা আহসান লিখিত বক্তব্যে বলেন, ‘গত ২০ নভেম্বর ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে তা কার্যকর করতে হলে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত দফতর হতে হল ভিত্তিক সঠিক, হালনাগাদ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রাপ্ত হওয়া অপরিহার্য।’
তিনি বলেন, ‘কিন্তু দুঃখজনকভাবে নির্বাচন কমিশন কর্তৃক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করার পর উক্ত দফতর থেকে ভোটার তালিকা ও হল শিক্ষার্থী সম্পর্কিত যে নথিপত্র দেয়া হয়েছে তাতে একাধিক গুরুতর অসংগতি, ভুল তথ্য এবং অসম্পূর্ণতা পাওয়া গেছে। এই পরিস্থিতিতে ভুল ও অসংগতিপূর্ণ তালিকার ভিত্তিতে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা নির্বাচনী ন্যায়সঙ্গতা, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার বিরুদ্ধে যাবে।’

নির্বাচন কমিশন মনে করছে, হল ভিত্তিক ভুল ভোটার তালিকা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে। অবস্থায় ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন না করে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এ অবস্থায় নির্বাচন কমিশন অনিবার্যভাবে জানাচ্ছে যে, চূড়ান্ত ভোটার তালিকা ও হল ভিত্তিক তালিকার অসংগতি দুর না হওয়া পর্যন্ত মনোনয়ন বিতরণসহ তফসিলের অন্যান্য কার্যক্রম স্থগিত থাকবে।
এ দিকে কমিশনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে প্রার্থীদের একাংশ। তাদের দাবি নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন না করায় নির্বাচন বানচালের ক্ষেত্র তৈরি হয়েছে। তফসিলে ঘোষিত সময়ে নির্বাচন দেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।

উল্লেখ, গত ২০ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ২৭, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ফরম বিতরণের পর ২ থেকে ৩ ডিসেম্বর ডোপটেস্ট রিপোর্টসহ মনোনয়নপত্র দাখিল, ৪ থেকে ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর প্রাথমিক তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ১০ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও ২৪ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

 

আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৩৩

▎সর্বশেষ

ad