
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি চিনিকল বন্ধের পাঁচ বছর পূর্তিকে ‘কালো দিবস’ হিসেবে পালন ও বন্ধ চিনিকল পুনরায় চালুর দাবিতে দিনাজপুরের সেতাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সেতাবগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে ‘সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজা (বাপন)-এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সোহাগ হোসেন, রাজু আহমেদ, শহিদুল ইসলাম, ফাহাদ চৌধুরী, নাজমুল হোসেন, জামায়াত নেতা কাজী নুরে আলম, এম. ওয়ালীফ্লাড প্রমুখ। বক্তারা অভিযোগ করেন রাজনৈতিক উদ্দেশ্য ও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির লক্ষ্যে তৎকালীন সরকার হঠাৎ করেই রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি সচল চিনিকল বন্ধ করে দেয়।
এর ফলে হাজারো আখচাষী, শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ী পরিবার কর্মহীন হয়ে পড়েন এবং দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। বক্তারা আরও বলেন, অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাপে সেতাবগঞ্জ ও শ্যামপুর চিনিকল পুনরায় চালুর সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অনুমোদন করা হলেও এখনো অর্থ ছাড় হয়নি। মানববন্ধনে কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পেশাজীবীসহ দল-মত-নির্বিশেষে স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।
বক্তারা স্মরণ করিয়ে দেন ২০২০ সালের ১ ডিসেম্বর তৎকালীন সরকার শিল্পবিরোধী নীতির অংশ হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি সচল চিনিকল একযোগে বন্ধ ঘোষণা করে, যা দেশের শিল্পখাতের জন্য বড় ক্ষতি ডেকে আনে। শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সেতাবগঞ্জ চিনিকল জামে মসজিদের ইমাম মাওলানা মুনসুর আলী। ক্যাপশনঃ ‘কালো দিবস’ হিসেবে পালন ও বন্ধ চিনিকল পুনরায় চালুর দাবিতে দিনাজপুরের সেতাবগঞ্জে মানববন্ধন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:২০






