ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

যেখানে কেইনের পেছনে মেসি-রোনালদো

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ১০:০৯:৫৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ৩০ বছর বা তার বেশি বয়সী খেলোয়াড়দের মধ্যে ক্লাব পর্যায়ে চলতি বছর সর্বোচ্চ গোল করার তালিকায় কেইন আছেন সবার উপরে। মেসি আর রোনালদো কোথায় আছেন, জেনে নেওয়া যাক।

১. হ্যারি কেইন- ৪৫ গোল

হ্যারি কেইন তার জীবনের সেরা সময় কাটাচ্ছেন। ২০২৫ সাল তার জন্য স্মরণীয় হয়ে থাকবে নিশ্চিতভাবে। এই ফর্ম যদি ধরে রাখেন তিনি মৌসুমের শেষ পর্যন্ত, তাহলে তাকে আগামী বছরের ব্যালন ডি’অরের দৌড়ে ভালোভাবে বিবেচনা করা যেতে পারে।

বায়ার্ন মিউনিখের হয়ে ৩২ বছর বয়সী ফরোয়ার্ড এই বছর গড়ে প্রতি ৮৯ মিনিটে একটি করে গোল করেছেন তিনি। বছর শেষ হওয়ার আগে আরও পাঁচটি ম্যাচ খেলবেন এই ইংলিশ ফরোয়ার্ড। গোলের হাফ সেঞ্চুরির অপেক্ষা করা যেতেই পারে।

২. লিওনেল মেসি- ৪৩ গোল

এই বছরের বেশিরভাগ সময় ইনজুরিমুক্ত ছিলেন লিওনেল মেসি। গোল বিবেচনায় ২০১৯ সালের পর থেকে ক্লাব পর্যায়ে সেরা সময় পার করছেন তিনি। 

ইন্টার মায়ামির হয়ে এই বছর ৪৮ ম্যাচ খেলে ৪৩ গোল করেছেন। ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন গোল বানিয়ে দিয়েছেন ১৬টি। আগামী শনিবার এমএলএস কাপ ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মুখোমুখি হবে তার দল, সেটাই হবে মেসির বছরের শেষ ম্যাচ।

৩. বার্গসন- ৩২ গোল

এই বছর প্রত্যেক ৭০ মিনিটে একটি করে গোল করেছেন বার্গসন। গড় হিসাবে গোল করার তালিকায় তিনি সবার উপরে। মালয়েশিয়ান দল জোহর দারুল তা’জিমের হয়ে ৩৫ ম্যাচে ৩২ গোল করেছেন ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান।

৪. লেনার্ট থাই- ৩১ গোল

সিঙ্গাপুর প্রিমিয়ার লিগ হয়তো শীর্ষস্তরের প্রতিযোগিতা নয়, তবে থাই ওসবে ভাবেন না। লায়ন সিটি সেইলর্সের হয়ে সেরা ফর্মে আছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। এই বছর ৩৬ ম্যাচে ৩১ গোল থাইয়ের।

৫. ম্যাথিউস সোজা- ৩০ গোল

বর্তমানে লুক্সেমবার্গের শীর্ষ লিগে এফসি উনা স্ট্রাসনের হয়ে খেলছেন সোজা। ৩০ বছর বয়সী ফরোয়ার্ড প্রতি ৯১ মিনিটে একটি করে গোল করেছেন। ৩৪ ম্যাচে ৩০ গোল করে উড়ছেন তিনি।

৬. ডারকো লেমাজিচ- ৩০ গোল

লাটভিয়ার শীর্ষ বিভাগীয় ফুটবলে ৩২ বছর বয়সী লেমাজিচ গোলমুখের সামনে দুর্দান্ত ফর্মে। এফসি আরএফএসের হয়ে ৪৪ ম্যাচে ৩০ গোল তার। ৯৬ মিনিটে একটি করে গোল করেছেন তিনি।

৭. ক্রিস্টিয়ানো রোনালদো- ৩০ গোল

এই তালিকায় সবচেয়ে বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো। সোজা ও লেমাজিচের সমান গোল তিনি করলেও গোল-টু-মিনিটের হিসাবে  এই তালিকায় সাতে আছেন তিনি।

৪০ বছর বয়সী রোনালদো এই বছর শেষ হওয়ার আগে আরও চার ম্যাচ খেলবেন। বছর শেষে হয়তো আরও কিছু গোল যোগ করে এই লিস্টে কিছুটা উপরের দিকে উঠবেন তিনি।

 

 

আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:০৫

▎সর্বশেষ

ad