ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

যোগ করা সময়ের গোলে জিরোনাকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

Ayesha Siddika | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ - ১১:১০:২৭ পিএম

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে শনিবার (১৮ অক্টোবর) জিরোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। কাতালানদের হয়ে গোল দুটি করেছেন পেদ্রি ও আরাহো। জিরোনার হয়ে একটি গোল শোধ করেন অ্যাক্সেল উইটসেল।

ইনজুরি আক্রান্ত বার্সা। দলে নেই  রাফিনিয়া, লেওয়ানডস্কি, গাবি, দানি ওলমো, টের স্টেগেন, গার্সিয়ার মতো তারকারা। কিন্তু এরপরও এদিন আধিপত্য করে খেলেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ৭২ শতাংশ সময় বল দখলে রেখে ২৪টি শট নেয় তারা। তবে লক্ষ্য বরাবর ছিল মাত্র ৬ শট।

 
এদিন ম্যাচ শুরুর ১৩তম মিনিটেই এগিয়ে যায় বার্সা। লামিন ইয়ামালের পাস পেনাল্টি এরিয়ায় পেয়ে দারুণ এক শটে গোল আদায় করে নেন পেদ্রি। তবে সমতায় ফিরতে দেরি করেনি জিরোনাও। মার্তিনেজের ক্রস বাইসাইকেল কিকে বার্সার জালে জড়ান অ্যালেক্স উইটসেল। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের পুরোটায় আক্রমণে দাপট দেখিয়েও আর গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। ম্যাচ এগোচ্ছিল নিশ্চিত ড্রয়ের দিকে। তবে ত্রাণকর্তা হয়ে উদ্ধার করলেন আরাহো।

শেষ বাঁশি বাজার এক মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেন ৮২তম মিনিটে মাঠে নামা এ ডিফেন্ডার। তাতে রোমাঞ্চর এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। ৯ ম্যাচে সপ্তম জয়ে ২২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে উঠে এসেছে কাতালানরা। তাদের তুলনায় এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৫,/রাত ১১:০৮

▎সর্বশেষ

ad