
আন্তর্জাতিক ডেস্ক : মানবপাচারকারীদের দৌরাত্ম্য ও যুক্তরাজ্যমুখী অভিবাসীদের প্রবাহ ঠেকাতে প্রথমবারের মতো বলকান অঞ্চলে সীমান্তরক্ষী পাঠিয়েছে যুক্তরাজ্য। দেশটির সীমান্ত কর্মকর্তারা মানবপাচারকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য নতুন কৌশল নির্ধারণে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের সঙ্গে যৌথভাবে কাজ করবে।
লন্ডনের একটি সম্মেলনে যোগ দিতে পশ্চিম বলকান অঞ্চল ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। এই সম্মেলনের মূল লক্ষ্য অনিয়মিত অভিবাসন মোকাবিলায় নতুন উদ্যোগ নেওয়া।
তিনি বলেন, আমাদের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে আমি প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। আমি ঠিক সেটাই করছি। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর পশ্চিম বলকান অঞ্চলীয় অভিবাসন রুট ব্যবহার করে অন্তত ২২ হাজার মানুষকে পাচার করেছে মানবপাচারে জড়িত চক্রগুলো।
গত সপ্তাহে সারায়েভোতে বলকান সীমান্ত পুলিশ প্রধানদের নিয়ে বৈঠক করেছেন তিনি। সেখানেই এমন ঘোষণা দিয়েছেন ব্রিটিশ এই কর্মকর্তা। আগামী সপ্তাহে পশ্চিম বলকান দেশগুলোর নেতাদের সঙ্গেও একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ওই সম্মেলন থেকে যুক্তরাজ্যে অনিয়মিত পথে আসা অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণে আরও পদক্ষেপের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। ইনফোমাইগ্রেন্টস।
আয়শা/১৮ অক্টোবর ২০২৫,/রাত ১১:১৫