
ডেস্ক নিউজ : চলতি মাসে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে হিন্দু ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীদের। ধর্মীয় ভিত্তিতে ‘ঐচ্ছিক’ একটি ছুটির সঙ্গে এক দিনের ছুটি ম্যানেজ করলেই বিরল এই ছুটি কাটানো যাবে।
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্যামা পূজা উপলক্ষে আগামী সোমবার (২০ অক্টোবর) ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে।এর আগে শুক্র ও শনিবার (১৭-১৮ অক্টোবর) সাপ্তাহিক ছুটি। অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের কেউ যদি রোববারের (১৯ অক্টোবর) কর্মদিবসে ছুটি নেন এবং সোমবার (২০ অক্টোবর) শ্যামা পূজা উপলক্ষে ‘ঐচ্ছিক’ ছুটি ভোগ করেন, তবে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিনের ছুটি পাবেন।
আয়শা/১৮ অক্টোবর ২০২৫,/রাত ৯:৫০