ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি  চৌগাছায় বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ - ১০:০০:২৪ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের ডিভাইন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ  ছালাম। প্রধান অতিথির বক্তৃতা করেন  যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথির বক্তৃতা করেন  জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

সভায় উপস্থিত ছিলেন চৌগাছা-ঝিকরগাছা আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের সভাপতি, সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

“ধানের শীষ যাকেই দল মনোনয়ন দিক, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবো এবং তাকে বিজয়ী করবো।”তারা আরও বলেন, বিএনপির প্রতিটি কর্মীকে এখনই মাঠে নেমে সংগঠনকে শক্তিশালী করতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনকে চূড়ান্ত  রূপ দিতে হবে।

অনুষ্ঠান প্রধান অতিথি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন,“চৌগাছা বিএনপি সবসময় ঐক্যবদ্ধ। নেতৃত্বের পরিবর্তন নয়, লক্ষ্য একটাই—গণতন্ত্রের পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা।”

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৫,/রাত ৯:৫০

▎সর্বশেষ

ad