ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে গুগল

Ayesha Siddika | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ - ০৬:০৮:৪৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গুগল আগামী পাঁচ বছরে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার স্থাপনে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে মঙ্গলবার কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন। এটি বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ ভারতে গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ হতে যাচ্ছে।

‘যুক্তরাষ্ট্রের বাইরে এটিই হবে আমাদের সবচেয়ে বড় এআই হাব,’ বলেন গুগল ক্লাউডের সিইও থমাস কুরিয়ান, মঙ্গলবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে। তিনি আরও জানান, এই বিনিয়োগ পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে সম্পন্ন হবে।

‘এটি বিশ্বের ১২টি দেশে স্থাপিত গুগলের বৈশ্বিক এআই সেন্টার নেটওয়ার্কের অংশ,’ তিনি যোগ করেন। বন্দরনগরী বিশাখাপত্তনমে গড়ে উঠতে যাওয়া এই ডেটা সেন্টার ক্যাম্পাসের প্রাথমিক সক্ষমতা থাকবে ১ গিগাওয়াট, যা পরবর্তীতে “একাধিক গিগাওয়াটে” উন্নীত করা হবে বলে জানান কুরিয়ান। এর আগে রাজ্য কর্মকর্তারা প্রকল্পটির বিনিয়োগমূল্য আনুমানিক ১০ বিলিয়ন ডলার হিসেবে উল্লেখ করেছিলেন। রাজ্য সরকার জানিয়েছে, এটি প্রায় ১ লাখ ৮৮ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে।

ইতোমধ্যে মাইক্রোসফট ও অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টরা ভারতে বিলিয়ন ডলারের বিনিয়োগে ডেটা সেন্টার নির্মাণ করছে। প্রায় এক বিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে দেশটি এখন প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য অন্যতম বৃহৎ বাজার।

ভারতের দুই শীর্ষ ব্যবসায়ী গৌতম আদানি ও মুকেশ আম্বানিও ডেটা সেন্টার অবকাঠামোতে বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছেন। এআই প্রযুক্তি বিপুল পরিমাণ কম্পিউটিং শক্তি দাবি করে, যার ফলে হাজারো চিপ একত্রে সংযুক্ত করে চালানো যায় এমন বিশেষায়িত ডেটা সেন্টারের চাহিদা বেড়েছে।

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ভারতের বাজারকে তাদের অন্যতম প্রধান প্রবৃদ্ধির ক্ষেত্র হিসেবে দেখে— যেখানে ইউটিউবের ব্যবহারকারী সংখ্যা সর্বাধিক এবং অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন ব্যবহারে প্রাধান্য বিস্তার করেছে। তবে দেশটিতে ব্যবসায়িক কার্যক্রম নিয়ে গুগলকে বিভিন্ন প্রতিযোগিতা-বিরোধী (অ্যান্টিট্রাস্ট) মামলার মুখোমুখি হতে হচ্ছে। পাশাপাশি, ইউটিউবের এআই নীতিমালা নিয়ে এক বলিউড দম্পতির দায়ের করা মামলাও চলমান।

 

 

আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০২

▎সর্বশেষ

ad