
স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই আফগানিস্তানের কাছে হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানরা জিতেছিল ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কুৎসিত ব্যাটিংয়ে ৮১ রানে হারে টাইগাররা।
এ ম্যাচে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন নাইম শেখ, শামীম পাটোয়ারি, নাহিদ রানা ও হাসান মাহমুদ। থেকে বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, জাকের আলী, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
এদিকে, দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছিলেন রহমত শাহ। যে কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় আফগানিস্তান দলে ফিরেছেন ইকরাম আলিখিল। এ ছাড়া বশির আহমাদের জায়গায় ফেরানো হয়েছে বিলাল সামিকে।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, নাজমুুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বিলাল সামি।
আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪