ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

রাঙামাটিতে ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

Ayesha Siddika | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ - ০৬:২১:৫০ পিএম

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি সদর উপজেলার ভূমি অফিসের কর্মচারী জেনন চাকমার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা শহরের সদর ভূমি অফিসের সামনে “সচেতন নাগরিক ঐক্য” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্মল বড়ুয়া মিলন এবং সঞ্চালনা করেন জুই চাকমা।

মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট কামাল হোসেন সুজন, এড. জিল্লুর রহমান, মোহাম্মদ কামাল উদ্দিন, মো. শহিদুল ইসলাম, ছাত্রনেতা জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে ভূমি বন্দোবস্ত বন্ধ থাকায় সাধারণ মানুষ ভূমির মালিক হতে পারছে না। এই সুযোগে ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী ঘুষ বাণিজ্যে লিপ্ত হয়েছে। তারা অভিযোগ করেন, রাঙামাটি সদর ভূমি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, সার্ভার কানুনগো জেনন চাকমা দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্যে জড়িত থাকলেও তাকে শাস্তির বদলে বদলি করে “সেভ” করা হয়েছে। বক্তারা জানান, তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঘুষের ভিডিও থাকা সত্ত্বেও প্রশাসন এখনো কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি।

বক্তারা দাবি করেন, সরকারি দপ্তরে দুর্নীতি ও ঘুষ প্রথা দেশের উন্নয়নকে ব্যাহত করছে। তাই এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন। তারা অবিলম্বে জেনন চাকমাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

 

আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০২

▎সর্বশেষ

ad