ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ফ্রিল্যান্সিং কী, ঘরে বসে কীভাবে আয় করা যায়?

Ayesha Siddika | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ - ০৫:২৮:০৯ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়টা ডিজিটাল প্রযুক্তিনির্ভর। এখন আর ঘরেই বসে সীমাবদ্ধ থাকা মানে নয় কর্মহীন থাকা। ইন্টারনেট ও একটি স্মার্টফোন বা কম্পিউটার থাকলেই ঘরে বসে আয় করা সম্ভব—ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে।

ফ্রিল্যান্সিং কী

‘Freelancing’ শব্দের আভিধানিক অর্থ ‘মুক্তপেশা’। অর্থাৎ, কোনো প্রতিষ্ঠান বা অফিসে চাকরি না করেও ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তের ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট কাজ সম্পন্ন করে পারিশ্রমিক অর্জন করাই হলো ফ্রিল্যান্সিং। এটি একধরনের স্বাধীন পেশা যেখানে আপনি নিজের সময় ও জায়গা বেছে নিয়ে কাজ করতে পারেন। একাধিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করা যায় এবং আয়ের উৎসও বহুমুখী হয়।

ফ্রিল্যান্সিংয়ের সূচনা ও জনপ্রিয়তা

নব্বইয়ের দশকে ইন্টারনেটের প্রসারের সঙ্গে ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু হয়। এখন এটি বৈশ্বিক কর্মক্ষেত্রের বড় একটি অংশে পরিণত হয়েছে।

২০২৩ সালে বিশ্বব্যাপী ফ্রিল্যান্সারদের মোট আয় ছিল প্রায় ৪.৯২ বিলিয়ন ডলার—যা ২০৩০ সালের মধ্যে ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশও পিছিয়ে নেই। বর্তমানে দেশে রয়েছে সাড়ে ৬ লাখের বেশি সক্রিয় ফ্রিল্যান্সার। বৈশ্বিক র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম, যা দেশের তরুণ প্রজন্মের জন্য গর্বের বিষয়।

ঘরে বসে আয় কীভাবে

একসময় ফ্রিল্যান্সিংয়ের জন্য বড় অফিস বা ল্যাপটপের প্রয়োজন হতো। কিন্তু এখন স্মার্টফোনই হতে পারে আপনার প্রথম কর্মক্ষেত্র। বাজারে এমন অনেক স্মার্টফোন পাওয়া যায়, যেগুলোর সাহায্যে আপনি ঘরে বসেই নানা ধরনের ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন।

সঠিক স্মার্টফোন বাছাই করুন: বড় স্ক্রিন, ভালো প্রসেসর ও পর্যাপ্ত স্টোরেজযুক্ত ফোন হলে কাজ সহজ হয়। সঙ্গে রাখুন একটি ব্লুটুথ কিবোর্ড ও ফোন স্ট্যান্ড—এগুলো প্রোডাক্টিভিটি বাড়াবে। 

আরও পড়ুন

মোবাইল নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, কিন্তু কীভাবে?

মোবাইলে যেসব ফ্রিল্যান্সিং কাজ করা যায়

  • কনটেন্ট রাইটিং: গুগল ডকস, ডব্লিউপিএস অফিস বা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ ব্যবহার করে লেখালেখির কাজ অনায়াসে করা যায়।
  • গ্রাফিক্স ডিজাইন: ক্যানভা, পিক্সল্যাব, পিক্সআর্ট বা ফটোশপ মোবাইল অ্যাপ দিয়ে লোগো ও ব্যানার তৈরি করা সম্ভব।
  • সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট: বিভিন্ন কোম্পানির ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার পেজ পরিচালনা করে আয় করা যায়।
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট: ইমেইল ম্যানেজমেন্ট, সময়সূচি তৈরি বা অনলাইন গবেষণার মতো কাজ করে ভালো ইনকাম সম্ভব।
  • ওয়েব ডিজাইন (বেসিক): HTML, CSS শেখার জন্য FreeCodeCamp বা Programming Hero অ্যাপ ব্যবহার করতে পারেন।

ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার ধাপ

  • নিজের আগ্রহ নির্ধারণ করুন: কোন বিষয়ে কাজ করতে চান সেটি ঠিক করুন।
  • দক্ষতা অর্জন করুন: অনলাইন টিউটোরিয়াল, ইউটিউব বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে স্কিল ডেভেলপ করুন।
  • পোর্টফোলিও তৈরি করুন: শেখার সময় নিজের কাজগুলো সংরক্ষণ করে অনলাইন প্রোফাইল বানান।
  • মার্কেটপ্লেসে কাজ খুঁজুন: Fiverr, Upwork, Freelancer বা LinkedIn প্রোফাইল তৈরি করে আবেদন শুরু করুন।
  • কাজের মূল্য নির্ধারণ করুন: শুরুতে বাজার অনুযায়ী রেট দিন, ধীরে ধীরে অভিজ্ঞতার সঙ্গে তা বাড়ান।

ফ্রিল্যান্সিংয়ের সুবিধা

  • যেকোনো জায়গা থেকে কাজ করার স্বাধীনতা
  • নিজের সময় অনুযায়ী কাজ করা যায়
  • একাধিক ক্লায়েন্টের মাধ্যমে বহুমুখী আয়
  • কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখা সম্ভব
  • নিজস্ব ব্র্যান্ড ও প্রফেশনাল পরিচিতি তৈরি করার সুযোগ

চ্যালেঞ্জ ও করণীয়

ফ্রিল্যান্সিংয়ে সফল হতে সবচেয়ে বড় প্রয়োজন ধৈর্য, সময় ব্যবস্থাপনা ও ধারাবাহিকতা। অনেকেই শেখার শুরুতে ব্যর্থ হলে হাল ছেড়ে দেন, কিন্তু সফল ফ্রিল্যান্সাররা নিরবচ্ছিন্ন চর্চার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়িয়ে তোলেন।

শেষ কথা

ডিজিটাল যুগে দক্ষতা থাকলেই আয়ের পথ খোলা। হাতে থাকা স্মার্টফোনটাই হতে পারে আপনার প্রথম অফিস, আর ইন্টারনেট হতে পারে বৈশ্বিক কর্মক্ষেত্রের দরজা। তাই অপেক্ষা না করে এখনই শুরু করুন—শিখুন, কাজ নিন, আর ঘরে বসেই গড়ে তুলুন নিজের সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।

 

 

আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad