ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

মাচাদো নোবেল পাওয়ার পর নরওয়েতে দূতাবাস বন্ধ করছে ভেনেজুয়েলা

Ayesha Siddika | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ - ০৬:০০:১৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সোমবার (১৩ অক্টোবর) ভেনেজুয়েলার দূতাবাস তাদের ‘দরজা বন্ধ করার’ কোনো কারণ জানায়নি।

এই মুখপাত্র বলেন, ‘এটা দুঃখজনক। বেশ কিছু বিষয়ে আমাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও, নরওয়ে ভেনেজুয়েলার সাথে সংলাপ উন্মুক্ত রাখতে চায় এবং এই দিকে কাজ চালিয়ে যাবে।’
 
মন্ত্রণালয় আরও বলেছে, নোবেল কমিটি পুরস্কার তত্ত্বাবধান করছে এবং এটি নরওয়েজিয়ান সরকারের একটি স্বাধীন সংস্থা। অর্থাৎ, নরওয়ে সরকারের এখানে সরাসরি কোনো প্রভাব নেই। 
 
২০২৪ সাল থেকে আত্মগোপনে থাকা কোরিনা মাচাদোকে গেল শুক্রবার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়েছে। ‘সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় বেসামরিক সাহসের অসাধারণ উদাহরণ’ হিসেবে অবদানের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়।
 
জানা যায়, গত বছর ভেনেজুয়েলায় অনুষ্ঠিত নির্বাচনে মাচাদোকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হয়নি, যেখানে নিকোলাস মাদুরো জয়ী হন। এদিকে, কোরিনা মাচাডো তার নোবেল পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ‘ভেনেজুয়েলার দুর্দশাগ্রস্ত জনগণকে’ উৎসর্গ করেছেন।
 
নরওয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ায়ও নিজেদের দূতাবাস বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলা। যদিও যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত নরওয়ে কিংবা অস্ট্রেলিয়ার ভেনেজুয়েলায় কোনো দূতাবাস নেই। কলম্বিয়ায় তাদের দূতাবাস কনস্যুলার পরিষেবা পরিচালনা করে।
 
উল্লেখ্য, ওয়াশিংটনের বিরুদ্ধে ভেনেজুয়েলায় শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করার অভিযোগ এনেছেন মাদুরো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
 
সূত্র: আল জাজিরা

 

 

আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৫০

▎সর্বশেষ

ad