
স্পোর্টস ডেস্ক : এনসিএল টি-টোয়েন্টির আসর এবার আগেভাগেই শেষ হয়েছে। গেল রোববার সিলেটে অনুষ্ঠিত হয়েছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। যেখানে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষে এবার লাল বলের এনসিএলে মাঠে নামতে যাচ্ছেন ৮ দলের ক্রিকেটাররা।
চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হবে এবারের আসর। সবমিলিয়ে আসন্ন আসরের জন্য ৪টি ভেন্যু রয়েছে তালিকায়। যেখানে আছে খুলনা, রাজশাহী, সিলেট। বাকি এক ভেন্যুর কথা এখনো নিশ্চিত করে জানা যায়নি। এদিকে এবারের আসরে যুক্ত হচ্ছে কোকাবোরা বল। প্রথম দুই রাউন্ড হবে কোকাবোরা বলে। এরপর বাকি রাউন্ডগুলো হবে ডিউক বলে।
সবগুলো ম্যাচই হবে দিনের আলোতে। টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ৮টি বিভাগ। নতুন করে এবারের আসরে যুক্ত হচ্ছে ময়মনসিংহ বিভাগ। বাদ যাচ্ছে ঢাকা মেট্রো দল।
আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/রাত ৯:২২