
স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (১৪ অক্টোবর) টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল। গোল পেয়েছেন পাওলো হেনরিকে ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয়ের ম্যাচের শুরুর একাদশে থাকা ভিনিসিউস জুনিয়র, ব্রুনো গিমারেইস ও ক্যাসেমিরোই শুধু জাপানের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়েছেন। নতুন একাদশ নিয়ে শুরুতে মানিয়ে নিতে একটু অসুবিধাই হচ্ছিল। জাপানের গতিশীল ফুটবল ও হাই প্রেসিংয়ে বারবার বল হারাচ্ছিল ব্রাজিলিয়ানরা।
একের পর এক আক্রমণে গোলও প্রায় পেয়ে গিয়েছিল জাপান। পা লাগালেই গোল এমন ক্রসে স্পর্শই করতে পারেননি আয়াশে উয়েদা। তবে, সময়ের সঙ্গে ছন্দ খুঁজে নিয়ে একের পর এক আক্রমণ সাজাতে থাকে ব্রাজিল। কখনো ছোট পাসে, আবার কখনো লম্বা পাসে জাপানের রক্ষণভাগের পরীক্ষা নিতে থাকে তারা। ২৬ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন পাওলো হেনরিকে। ভাস্কো দা গামার এই ফুলব্যাকের এটিই জাতীয় দলের হয়ে প্রথম গোল। গোলটি এসেছে দারুণ দলীয় বোঝাপড়ায়।
ভিনিসিউস জুনিয়র ও ব্রুনো গিমারেইস নিজেদের মধ্যে বল দেয়া-নেয়া করছিলেন। এর ফাঁকে হেনরিক আচমকা দৌড়ে ডিবক্সে ঢুকে পড়েন। গিমারেইসের বাড়ানো ডিফেন্সচেরা পাস জোরালো শটে জালে পাঠান তিনি। এর ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। লুকাস প্যাকেতার পাস থেকে গোল করেন এই আর্সেনাল ফরোয়ার্ড।
আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০০