ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

যুক্তরাষ্ট্রে স্বল্প খরচে পড়ার সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠান

Ayesha Siddika | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ - ০৫:১৯:৫৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বরাবরই ব্যয়বহুল। চার বছরের কলেজ শিক্ষার গড় খরচ প্রায় ৩০ হাজার ডলার। তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, তুলনামূলকভাবে স্বল্প খরচে ভালো মানের শিক্ষা পাওয়াও সম্ভব।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি প্রকাশ করেছে সেরা ১০টি স্বল্প ব্যয়বহুল কলেজের তালিকা। এখানে কলেজগুলোর নেট প্রাইস, অর্থসহায়তা, অনুদান ও বৃত্তি পাওয়ার পর শিক্ষার্থীদের প্রকৃত ব্যয় এবং গ্র্যাজুয়েটদের আয়ের ওপর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাব বিবেচনা করা হয়েছে।

তালিকার শীর্ষস্থানগুলো দখল করেছে নিউইয়র্কের পাবলিক বিশ্ববিদ্যালয় সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (সিইউএনওয়াই) নেটওয়ার্কের সাতটি কলেজ। আইভি লিগ থেকে স্থান পেয়েছে মাত্র একটি প্রতিষ্ঠান।

টানা তৃতীয় বছরের মতো ম্যানহাটানের বারাচ কলেজ তালিকার শীর্ষে রয়েছে। এর নেট প্রাইস মাত্র ২ হাজার ৯৭৮ ডলার। এখানকার শিক্ষার্থীরা গড়ে উচ্চবিদ্যালয় পাস শিক্ষার্থীদের তুলনায় বছরে প্রায় ৪৯ হাজার ৪৯৯ ডলার বেশি আয় করেন। ২০১৭ সালের নিউইয়র্ক টাইমস বিশ্লেষণ অনুযায়ী, বারাচ কলেজের প্রায় অর্ধেক শিক্ষার্থী নিম্ন ২০ শতাংশ আয় শ্রেণির পরিবারের হলেও অনেকেই পরবর্তীতে দেশের শীর্ষ ২০ শতাংশ আয়ের শ্রেণিতে পৌঁছান।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একমাত্র আইভি লিগের প্রিন্সটন ইউনিভার্সিটি তালিকায় জায়গা পেয়েছে। এটি রয়েছে অষ্টম স্থানে, যার নেট প্রাইস ১০ হাজার ৫৫৫ ডলার এবং গ্র্যাজুয়েটদের গড় আয় ৮৯ হাজার ৩৬৮ ডলার।

ওয়াল স্ট্রিট জার্নাল র‌্যাঙ্কিং অনুযায়ী সেরা ১০ কলেজ:

১. বারাচ কলেজ (সিইউএনওয়াই) – খরচ: ২,৯৭৮ ডলার

২. হান্টার কলেজ (সিইউএনওয়াই) – খরচ: ২,৪৪৬ ডলার

৩. ব্রুকলিন কলেজ (সিইউএনওয়াই) – খরচ: ২,৯৪৩ ডলার

৪. সিটি কলেজ অব নিউইয়র্ক (সিইউএনওয়াই) – খরচ: ৩,৪৮৬ ডলার

৫. জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিস (সিইউএনওয়াই) – খরচ: ৩,০৪৬ ডলার

৬. কোয়েন্স কলেজ (সিইউএনওয়াই) – খরচ: ৩,৮৩০ ডলার

৭. লেহম্যান কলেজ (সিইউএনওয়াই) – খরচ: ৩,৪৮২ ডলার

৮. প্রিন্সটন ইউনিভার্সিটি (আইভি লিগ) – খরচ: ১০,৫৫৫ ডলার

৯. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি – খরচ: ১২,১৩৬ ডলার

১০. ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, লস অ্যাঞ্জেলেস – খরচ: ৪,১১৩ ডলার

 

 

আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad