ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের গ্রুপে কারা

Anima Rakhi | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ - ১০:১৬:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষ দিকে পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। এরই মধ্যে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

শুক্রবার (৮ নভেম্বর) আসর শুরুর সপ্তাহ তিনেক আগে এই সূচি প্রকাশ করে এসিসি।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া ৫০ ওভারের এ টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে আট দল। এই ৮ দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে গ্রুপ ‘বি’তে জায়গা হয়েছে বাংলাদেশের যুবাদের। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে আফগানিস্তান, শ্রীলংকা ও নেপাল।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গী জাপান ও সংযুক্ত আমিরাত।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১ ডিসেম্বর নেপালের বিপক্ষে। আর ৩ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে লংকানদের মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ২৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। টুর্নামেন্টের গ্রুপসেরা ও রানার্স-আপ জায়গা করে নেবে সেমিফাইনালে। ৬ ডিসেম্বর দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার একদিন পর ৮ ডিসেম্বর হবে ফাইনাল।

প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছিল মাহফুজুর রহমান রাব্বির দল।

কিউটিভি/অনিমা/০৮ নভেম্বর ২০২৪,/রাত ১০:১৬
▎সর্বশেষ

ad