
বিনোদন ডেস্ক : বুধবার (১৬ জুলাই) সকালে নুসরাত ফারিয়া তার পোস্টে ‘সময়’ প্রসঙ্গে লেখেন,
সময় নিজেই সব বলে দেয়।
এরপর অভিনেত্রী লেখেন,
সত্য কখনো দেরি করে, হার মানে না।
সবশেষে আফসোস করে ফারিয়া বলেন,
মহাবিশ্ব দেখছে, আমি ছেড়ে দিলাম।
অভিনেত্রীর এ পোস্টে নেটিজেনরা একমত হয়ে সায় দিয়েছেন। একজন লিখেছেন, ১০০% রাইট বলেছেন। নুসরাত ফারিয়া আপু সময় সব সময় তার যোগ্য জবাব দেয়। আরেকজন লেখেন, দোয়া এবং শুভকামনা রইল আপনার জন্য।
বাংলাদেশ টেলিভিশনে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন নুসরাত ফারিয়া। এরপর একে একে ক্যারিয়ার গড়েন রেডিও জকি, মডেল, অভিনেত্রী হিসেবে। ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে কাজ শুরু করেন নুসরাত ফারিয়া।
আয়শা//১৬ জুলাই ২০২৫,/বিকাল ৩:০৮