
বিনোদন ডেস্ক : তবে, সমর্থকদের খুশির দিনে একটা দুঃসংবাদও পেয়েছে মাদ্রিদিস্তারা। প্র্যাক্টিস ম্যাচ চলাকালীন আঘাত পেয়েছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় এন্দরিক। যদিও, তার ইনজুরির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি মাদ্রিদ কর্তৃপক্ষ।
রিয়াল মাদ্রিদের শত বর্ষের ঐতিহ্য। নতুন বছরকে তারা স্বাগত জানায়, পুরনো বছরের শেষ দিনে অনুশীলন করে। ভাবতে পারেন, এ আবার কেমন নিয়ম। অনুশীলন কী করে স্বাগত জানানোর মাধ্যম হতে পারে। কিন্তু মাদ্রিদে বসবাসকারী রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য এ দিনটা রীতিমতো উৎসবের। কারণ, বছরের শেষ দিনে যে উন্মুক্ত থাকে মাদ্রিদের মাঠ। যেখানে বসে সবাই দেখতে পারেন নিজেদের প্রিয় তারকাদের।
এ বছরও হয়নি ব্যতিক্রম। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ৩১শে ডিসেম্বর উন্মুক্ত অনুশীলনে যোগ দেন রিয়ালের ফুটবলাররা। সঙ্গে ছিলেন তাদের পুরো কোচিং স্টাফ। আর এ অনুশীলন পর্ব দেখতে গ্যালারিতে ছিলেন হাজার খানেক মাদ্রিদিস্তা। যারা পুরোটা সময় চিয়ার করে গেছেন ভালোবাসার রিয়ালকে।
সমর্থকদের একজন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এটা অবিশ্বাস্য। অসাধারণ। যেসব ফুটবলারদের এতদিন দূর থেকে দেখতাম, আজ তাদের এত কাছ থেকে দেখতে পাচ্ছি। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি প্রথমবার এই উন্মুক্ত সেশনে এসেছি। সবসময় এর কথা শুনে এসেছি, এবার প্রথম স্বচোক্ষে দেখলাম।’
এদিকে ২০২৫ সালটা এমবাপ্পের জন্য দারুণ হবে উল্লেখ করে অন্য সমর্থক বলেন, ‘২০২৪ এ আমাদের সেরা ফুটবলার ছিল ভিনিসিয়ুস। তাকে ব্যালন ডি অর না দেয়াটা অন্যায় হয়েছে। তবে, বাকি সব পুরস্কার সে জিতে নেয়ায় আমরা খুশি। তবে, আমি আজ ভিনিকে নয়, এমবাপ্পেকে দেখতে এসেছি। আমার মনে হয় এ বছরটা কিলিয়ানের হবে।’
পুরানো বছরটা লা লিগার পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে শেষ করেছে রিয়াল। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ। আর দুই পয়েন্ট পেছনে বার্সেলোনা। তবে, এ ব্যবধান কেটে যেতে পারে এক ম্যাচেই, যদি ঠিকঠাক থাকে সবকিছু। তাই দর্শকদের জন্য আনন্দের হলেও, অনুশীলনে কোনো ছাড় দেননি কোচ কার্লো আনচেলত্তি। আর ফুটবলারদের হার না মানার এই মনোভাবটাই বেশি উৎফুল্ল করেছে সমর্থকদের।
তাদের একজন বলেন, ‘ম্যাচের এখনো দুদিন বাকি। কিন্তু তাদের এই কঠোর অনুশীলন দেখে আমার অবাক লাগছে। আমি এবার বুঝতে পারছি, তারা কতটা কঠিন পরিশ্রম করে ম্যাচগুলোর আগে। এ সেশন না দেখলে আমার অনেক ভুল ধারণা থেকে যেত। মাদ্রিদকে ধন্যবাদ, আমাদের এই অনুশীলন দেখার সুযোগ করে দেয়ার জন্য।’
অন্যজন বলেন, ‘আমরা জানি পয়েন্ট টেবিলে আমরা একটু পিছিয়ে আছি। কিন্তু সত্যি বলছি, সেটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। কারণ আমি জানি, আমাদের পারফরম্যান্স ঠিক থাকলে শিরোপা মাদ্রিদেই আসবে।’নতুন বছরে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামার আগে একটু বিপাকেই পড়েছে লস ব্লাঙ্কোস। স্প্যানিশ গণমাধ্যমে খবর, অনুশীলন ম্যাচে আঘাত পেয়েছেন এন্দরিক। যদিও, ইনজুরি কতটা গুরুতর সে বিষয়ে কোন মন্তব্য করে নি রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
কিউটিভি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০০