ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

বৃহস্পতিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় বিপিএল

Ayesha Siddika | আপডেট: ০১ জানুয়ারী ২০২৫ - ১০:১২:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : অন্যদিকে, তারকায় ঠাসা বরিশালও দুর্দান্ত জয় পেয়েছে উদ্বোধনী ম্যাচে। দুই দলের ম্যাচটি মাঠে গড়াবে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায়।

এবারের বিপিএলে বিগ বাজেটের দল বললে সবার প্রথমে আসবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের নাম। এরপরই আছে রংপুর রাইডার্স। দুদলই আছে দারুণ ছন্দে। গ্লোবাল সুপার লিগ জিতে আসা উত্তরের দলটি, এরই মধ্যে বিপিএলে টানা দুই ম্যাচ জিতে নিয়েছে। অন্যদিকে দেশি-বিদেশি তারকাদের নিয়ে বিগ বাজেটের দল সাউদার্ন আর্মিরা।
 
নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পুরোদমে অনুশীলন করেছে তামিম ইকবালের দল। শুরুতে গা গরম করেন ক্রিকেটাররা। এরপর মনোযোগ দেন স্কিল ট্রেনিংয়ে।
 
বেশ খানিকটা সময় পাশেই অনুশীলন করা ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের সঙ্গে গল্প করেন তামিম ইকবাল। এরপর মনোযোগ দেন ব্যাটিংয়ে। নেটে সময় কাটান পেসার ও স্পিনারদের বিপক্ষে।
 
সাউদার্ন আর্মিদের বোলিং বিভাগের অন্যতম শক্তি পাকিস্তানী শাহিন শাহ আফ্রিদি। নেটে লম্বা সময় বোলিং করেন এই পেসার। এরপর নামেন ব্যাটিংয়ে। পেসার স্পিনারদের ভালোই পরীক্ষা নিয়েছেন এই পাকিস্তানী। লম্বা লম্বা শট খেলতে দেখা যায় তাকে।
 
প্রথম ম্যাচের পর বরিশালের জন্য চিন্তার কারণ হতে পারে ওপেনারদের রান না পাওয়া। তবে প্রথম ম্যাচ বলেই হয়তো নির্ভার থাকতে পারেন কোচ মিজানুর রহমান বাবুল। গুরুত্বপূর্ণ ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি ফরচুন বরিশালের।
 
অন্যদিকে, রংপুর রাইডার্স টানা দুই ম্যাচ খেলে এদিন ছিল বিশ্রামে। দলের ক্রিকেটাররা আছেন দারুণ ছন্দে। তাদের বড় নাম অ্যালেক্স হেলস যদিও এখন পর্যন্ত আশানুরূপ পারফর্ম করতে পারেনি। তবে লোকাল ক্রিকেটাররা প্রমাণ দিয়ে যাচ্ছেন। বিশেষ করে পেসার নাহিদ রানা। গেল ২ ম্যাচে প্রতিপক্ষরা এক রকম তার সামনে নাকাল হয়েছে।
 
ব্যাট বলে খুশদিল জয়ের ভিত তৈরী করে দিচ্ছেন। আর দলটার ডাগ আউটে অভিজ্ঞ কোচ মিকি আর্থার। সব মিলিয়ে বিপিএলের দুই পরাশক্তির ম্যাচে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি বলাই যায়। 

 

 

কিউটিভি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ১০:১২

▎সর্বশেষ

ad