ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

পুমার সঙ্গে ১ বিলিয়ন পাউন্ডের চুক্তি করলো ম্যান সিটি

Anima Rakhi | আপডেট: ১৬ জুলাই ২০২৫ - ১২:৫৯:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : স্পোর্টসওয়্যার প্রতিষ্ঠান পুমার সঙ্গে নতুন এক যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছে ইংলিশ চ্যাম্পিয়ন ক্লাব ম্যানচেস্টার সিটি। আগামী ১০ বছরের জন্য এই চুক্তির মূল্য ধরা হয়েছে ১ বিলিয়ন পাউন্ড, যা চলবে ২০৩৫ সাল পর্যন্ত।

এটি শুধু ম্যানচেস্টার সিটির ইতিহাসেই নয়, বরং ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বড় কিট স্পনসরশিপ চুক্তি।

এর আগে ২০১৯ সালে পুমার সঙ্গে প্রথমবারের মতো চুক্তি করেছিল সিটি। সে চুক্তির মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত এবং বার্ষিক মূল্য ছিল ৬৫ মিলিয়ন পাউন্ড। তবে নতুন এই চুক্তির মাধ্যমে পুরনো রেকর্ড ভেঙে ফেলেছে সিটি।

২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাডিডাসের সঙ্গে ৯০০ মিলিয়ন পাউন্ডের ১০ বছর মেয়াদি চুক্তি করেছিল। সম্প্রতি লিভারপুলও অ্যাডিডাসের সঙ্গে প্রতি মৌসুমে আনুমানিক ৬০ মিলিয়ন পাউন্ডের একটি চুক্তি করেছে। তবে পুমার সঙ্গে সিটির নতুন এই চুক্তি সবকিছুকে ছাড়িয়ে গেছে।

সিটি ফুটবল গ্রুপের প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানো বলেছেন, ‘আমরা পুমার সঙ্গে হাত মিলিয়েছিলাম নিজেদের সীমা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে। গত ছয় মৌসুমে আমরা সেটার চেয়েও বেশি কিছু অর্জন করেছি। আজকের এই চুক্তি আমাদের সম্পর্ককে আরও গভীর ও ভবিষ্যতের দিক থেকে আরও শক্তিশালী করবে।’

২০১৯ সালে পুমার সঙ্গে অংশীদারিত্ব শুরু করার পর থেকে সিটি পেপ গার্দিওলার অধীনে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে, সঙ্গে একটি ঐতিহাসিক ট্রেবল (প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ও চ্যাম্পিয়নস লিগ) অর্জন করেছে।

কিউটিভি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/দুপুর ১২:৫৯

▎সর্বশেষ

ad