
স্পোর্টস ডেস্ক : স্লো ওভার রেটের কারণে আইসিসি ইংল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে ২ পয়েন্ট কেটে নিয়েছে। তার পাশাপাশি ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানাও গুণতে হচ্ছে বেন স্টোকসের দলকে। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত ওভার না করায় এই শাস্তির মুখে পড়ে ইংলিশরা। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন আইসিসি এলিট প্যানেল থেকে এই সিদ্ধান্ত আসে। ইংল্যান্ড অধিনায়ক স্টোকস অভিযোগ মেনে নেয়ায় আলাদা করে শুনানির প্রয়োজন হয়নি।
টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে দুই পয়েন্ট কাটায় ইংল্যান্ডের বর্তমান পয়েন্ট এখন ২২। আগে ছিল ২৪ পয়েন্ট। পয়েন্ট হার শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৬.৬৭ থেকে ৬১.১১ শতাংশে। এই পরিবর্তনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও নেমে গেছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থান হারিয়ে তারা এখন অবস্থান করছে তৃতীয়তে।
আয়শা//১৬ জুলাই ২০২৫,/বিকাল ৩:০০