ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

গাজায় গণহত্যা বন্ধে বিশ্বকে এখনই পদক্ষেপ নিতে হবে: জাতিসংঘ প্রতিনিধি

Anima Rakhi | আপডেট: ১৬ জুলাই ২০২৫ - ১২:২৭:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলের হামলাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেসকা আলবানিজ।

তিনি বলেছেন, ইসরায়েলের অর্থনীতি দখলদারিত্ব ও নিপীড়নের ওপর দাঁড়িয়ে আছে। তাই প্রতিটি দেশকে এখনই ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক পর্যালোচনা করে তা স্থগিত করা উচিত। বেসরকারি খাতের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত প্রযোজ্য হওয়া দরকার।

কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকার যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে বিশ্বের ৩০টি দেশের প্রতিনিধি অংশ নেন। এতে কূটনৈতিক ও আইনি পদক্ষেপের মাধ্যমে গাজায় ইসরায়েলের আগ্রাসন ঠেকানোর উপায় নিয়ে আলোচনা হয়।

এই সম্মেলনে স্পেন, আয়ারল্যান্ড, চীন, কাতার ও তুরস্কের প্রতিনিধিরাও অংশ নেন। দক্ষিণ আফ্রিকার শাসক দল বহুদিন ধরেই ইসরায়েলের নীতিকে বর্ণবাদী শাসনের সঙ্গে তুলনা করে আসছে।

সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর অনেকেই গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে উল্লেখ করেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ৫৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বহুবার গাজার ওপর সম্পূর্ণ অবরোধ দিয়েছে ইসরায়েল, যা ২৩ লাখ মানুষকে ক্ষুধা ও দারিদ্র্যের চরম সীমায় ঠেলে দিয়েছে।

সম্মেলনের উদ্দেশ্য শুধু ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া নয়, বরং আন্তর্জাতিক আইন ও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রক্ষা করা, বলেছেন কলম্বিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মাউরিসিও জারামিলো।

এছাড়া আলবানিজ ইউরোপীয় ইউনিয়নে কাছেও একই ধরনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইইউ আইনগতভাবে বাধ্য—ইসরায়েলের সঙ্গে তাদের চুক্তি স্থগিত করতে। কারণ ইসরায়েল অবরোধ, বর্ণবাদ ও গণহত্যা সংঘটিত করছে।

বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার ইউরোপীয় ইউনিয়ন। জোটটি এমন এক অর্থনীতিকে সমর্থন দিচ্ছে—যেটি গণহত্যার সঙ্গে জড়িত।

কিউটিভি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/দুপুর ১২:২৭

▎সর্বশেষ

ad