ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে

superadmin | আপডেট: ০৪ জুলাই ২০২৫ - ০১:২০:৪৪ পিএম

চিলমারী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পদব‌ঞ্চিত বিএনপি নেতাকর্মীদের একাংশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি কলেজ মোড় থেকে বের হয়ে মাটিকাটা মোড় হয়ে থানাহাট বাজার ঘুরে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য গঠিত আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন সরকার শিরিন, সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসেন পাখি, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নুর আলম।

বক্তারা জানান, ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। যাদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই। বিগত সময় যারা বিএনপির প্রোগ্রাম করেনি। সেই সব লোকদের নি‌য়ে কমিটি গঠন করা হয়েছে।

অনতিবিলম্বে সদ্যঘোষিত কমিটি ভেঙে নতুন করে কমিটি গঠন করতে হবে। আর তা না হলে আন্দোলন আরও বেগবান হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, আজ বৃহস্পতিবার সকালে বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল বারি সরকারকে আহ্বায়ক ও আবু হানিফাকে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদের কোনো বক্তব্য পাওয়া যায়‌নি। এ প্রসঙ্গে চিলমারী উপজেলা মৎসজীবি সাধারণ সম্পাদক নূর আলম বলেন, তাদের বলার মত কোন যুক্তি নেই। আওয়ামী ফ্যাসিস্ট যারা এই কমিটিতে স্থান পেয়েছে তাদের প্রমানচিত্র এখন ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।

এদিকে সদ্য ঘোষিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করার অভিযোগে চিলমারী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য গঠিত আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন সরকার শিরিন, সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসেন পাখিকে অব্যহতি প্রদান করে চিঠি দিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব।

BH -০৪.০৭.২০২৫/ দুপুর ১২.৪৫

▎সর্বশেষ

ad