ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

সাকিবের শূন্যতা পূরণে এক হয়ে লড়বে পুরো দল

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ - ০৩:৩৫:০০ পিএম

স্পোর্টস ডেস্ক : কানপুর টেস্টের আগে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। জানিয়েছেন, সবশেষ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটাই তার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ ছিল। কাজেই সাকিবকে ছাড়ায় আগামীকাল ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ দল।

টি-টোয়েন্টিতে সাকিবের শূন্যতা কতটা ভোগাবে বাংলাদেশকে। এমন প্রশ্নে তাওহিদ হৃদয় জানিয়েছেন পুরো দল মিলে সাকিবের শূন্যতা পূরণে চেষ্টা করবে তারা। প্রথম টি-টোয়েন্টির আগে গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলের মিডলঅর্ডার ব্যাটার হৃদয়।

সাকিবের না থাকা বাড়তি চাপ কিনা কিংবা সাকিবের শূন্যতা কিভাবে পূরণ করবে বাংলাদেশ; এমন প্রশ্নে হৃদয় বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে (জাতীয় দল) একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’

সাকিব না থাকায় অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। যাকে নিয়ে সাকিবের শূন্যতা পূরণ করতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একদিন আগে তিনি জানান, ‘সাকিব ভাই যেহেতু এত দিন ছিলেন, এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে, একাদশ সাজাতে একটু সমস্যা হবে। কারণ, সাকিব ভাই দুই দিক থেকে (ব্যাটিং–বোলিং) ভালো সমন্বয় এনে দিতেন। আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি। আশা করব, মিরাজ যেন ওই জায়গাটায় দ্রুত মানিয়ে নেয়।’

 

 

কিউটিভি/আয়শা/০৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৩৩

▎সর্বশেষ

ad