ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ইন্দিরা গান্ধীর বায়োপিকে আনতে হবে ১৩ পরিবর্তন

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ - ০৩:৩৯:১৫ পিএম

বিনোদন ডেস্ক : কঙ্গনা রানাউতের ইমার্জেন্সি ছবির মুক্তির জট অবশেষে কাটতে চলেছে। সিনেমার সহ-প্রযোজক জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস শুক্রবার (৪ অক্টোবর) মুম্বাই হাইকোর্টকে জানিয়েছে, তারা সেন্সর বোর্ডের প্রস্তাব অনুযায়ী সিনেমাটিতে পরিবর্তন আনবেন। তাই হাইকোর্ট ইমার্জেন্সির রিলিজ সংক্রান্ত পিটিশন খারিজ করে দিয়েছে।

সিবিএফসি-র দাবি মেনে ছবিতে ১৩টি পরিবর্তন আনতে সম্মত হয়েছেন ইমার্জেন্সির নির্মাতারা। সেই বদলের জন্য ২ সপ্তাহের সময় চাওয়া হয়েছে সেন্সর বোর্ডের কাছে। আরও জানা যায়, ছবিতে পরিবর্তন আনার পর তা জমা পড়লে সেটি যাচাই করে দেখা হবে এবং দু’সপ্তাহের মধ্যেই ছাড়পত্র দেয়া হবে।

প্রাথমিকভাবে ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও সিবিএফসি সার্টিফিকেট না দেয়ার কারণে আটকে যায় ছবির মুক্তি। এবং সেন্সর বোর্ডের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়েন নির্মাতারা। বিজেপি সাংসদ কঙ্গনার ছবি ঘিরে সেন্সর জটিলতা তৈরি হওয়ায় অবাক হয়েছিলেন অনেকেই। গত সপ্তাহে সিবিএফসি হাইকোর্টকে জানিয়েছিল, বোর্ডের রিভাইজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কিছু কাটছাঁট করা হলে ছবিটিকে সার্টিফিকেট দেয়া হবে।

শিরোমণি অকালি দলসহ শিখ সংগঠনগুলো আপত্তি জানানোর পরই এই ছবি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। তাদের অভিযোগ, শিখ সম্প্রদায়কে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এই ছবি এবং ঐতিহাসিক ও তথ্যগুলো ভুল রয়েছে ইমার্জেন্সিতে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। ইন্দিরা সরকার ঘোষিত দেশের জরুরি অবস্থার প্রেক্ষাপটে তৈরি এই ছবি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবিটির পরিচালনা ও সহ-প্রযোজনা করেছেন কঙ্গনা। 

 

 

কিউটিভি/আয়শা/০৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৩৪

 
▎সর্বশেষ

ad