সুইমিংপুলে স্বামীর সঙ্গে অন্তরঙ্গ, ভিডিও প্রকাশ করলেন পিয়া বিপাশা

Mohon | আপডেট: ০১ জানুয়ারী ২০২৬ - ০৪:১৪:৪৮ পিএম

বিনোদন ডেক্স : কয়েক বছর আগে দেশের বিনোদন অঙ্গনকে পেছনে ফেলে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। তখন অনেকেই ভেবেছিলেন, হয়তো সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। কিন্তু সময়ের পরিক্রমায় দেখা গেল, সেটিই ছিল তাঁর জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত। একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসতি গড়ার পর ধীরে ধীরে বদলে গেছেন পিয়া– পরিণত হয়েছেন একজন কর্মঠ মার্কিন নাগরিক, একাধারে মা, ভালোবাসার মানুষ, আবার সফল পেশাজীবীও।

এদিকে বিয়ের পর ত্থেকেই পিয়া বিপাশা স্বামীর সঙ্গে বেশ আনন্দময় সময় পার করছেন। সম্প্রতি স্বামীর সঙ্গে ক্রিশমাসের ছুটি কাটাতে গিয়েছেন। সেখানেই দেখা গেল স্বামীকে নিইয়ে নে গেলেন সুইমিংপুলে। রাতেরবেলা সুইমিংপুলে নেমে অন্তরঙ্গ হয়ে ধরে দিয়েছেন এক সময়ের দেশের এই আলোচিত মডেল।   

পিয়া বিপাশার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে। বাংলাদেশের মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েও তিনি নতুন করে গড়েছেন নিজের পরিচয়, ভেঙে গেছেন পুরোনো বন্ধন, গড়েছেন নতুন সম্পর্ক। নতুন দেশ, নতুন সংস্কৃতি, নতুন জীবন– সব মিলিয়ে পিয়া এখন রূপকথার নায়িকা নয়, বাস্তব জীবনের লড়াকু এক নারী।

 

 

কুইক টিভি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ বিকাল ৪:১৪

 

▎সর্বশেষ

ad