ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

প্রিয়াংকার সঙ্গে রসায়ন, যা বললেন কৌশিক

Ayesha Siddika | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ - ১২:৩৯:০৩ পিএম

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেতা কৌশিক সেন নতুন করে সিনেবোদ্ধাদের আলোচনায় এসেছে। অভিনেত্রী কোয়েল মল্লিকের সঙ্গে বোন-ভাইয়ের জুটি সফল। আগামী দিনে প্রিয়াংকা সরকারের সঙ্গে জুটি। টালিপাড়াসহ সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমন আলোচনা চলছে।

পরিচালকদের মাঝে নতুন করে ভাবাচ্ছেন কৌশিক সেন। কখনো ছোটপর্দায় সমু সরকারের সঙ্গে অসম বয়সি জুটি তার। কখনো কোয়েল মল্লিকের বিপরীতেও উজ্জ্বল। আবার দেখা যাবে প্রিয়াংকা সরকারের বিপরীতে জুটি গড়তে। পরিচালকরা কি মঞ্চ-পর্দার দাপুটে অভিনেতাকে ভিন্ন আঙ্গিকে পর্দায় তুলে ধরতে চাইছেন?

‘উল্টোরথ’ সিনেমায় তার আর প্রিয়াংকার জুটি প্রসঙ্গে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কৌশিক বলেন, বিষয়টি তা নয়’ ‘স্বার্থপর’ সিনেমার সাফল্য আমার অভিনয় সম্পর্কে পরিচালকদের বোধহয় নতুন করে ভাবাচ্ছেন। তিনি বলেন, আমার অভিনয় ওদের ভালো লাগছে। আমিও বোধহয় নিজেকে আবার প্রমাণ করতে পেরেছি। 

কয়েক দশকের খ্যাতনামা তারকাকেও যদি নিজেকে প্রমাণ করতে হয়? এমন প্রশ্নের উত্তরে মৃদু হেসে অভিনেতা বলেন, অভিনেতাদের এটাই জীবন। প্রত্যেক সিনেমায়, প্রত্যেক দৃশ্যে নিজেদের প্রমাণ করতে হয়। জনপ্রিয় বা খ্যাতনামারাও বাদ পড়েন না এর থেকে।

 তিনি বলেন, শুধুই পরিচালক নন, দর্শকও তাকে নতুনভাবে চিনেছেন। তারই ধারাবাহিকতা থাকছে অনির্বাণ চক্রবর্তীর ‘উল্টোরথ’-এ। কৌশিক বলেন, আগের সিনেমায় কোয়েল আর আমি বোন-দাদা। সেখানে রোমান্সের ছিটেফোঁটাও ছিল না। এ সিনেমায় প্রিয়াংকা সরকারের বিপরীতে থাকলেও ও বয়সে ছোট এটি বিষয় নয়। বিষয় হচ্ছে— ওর একটি পরিবারের সঙ্গে জড়িয়ে যাওয়া।

অভিনেতা বলেন, এক পরিবারের দাদু-বাবা-ছেলের বাস। সেই পরিবার নারীবর্জিত। সেখানে প্রিয়াংকার আগমন এবং ঘটনার ঘনঘটা। কৌশিক বলেন, আগের ছবির সাফল্যই সম্ভবত সম্পর্কের নতুন দিক পরিচালকদের ভাবনায় ছায়া ফেলছে। তাই তাদের ভাবাচ্ছে।

তিনি বলেন, বরাবরই পরিচালকরা তাকে ভালো চরিত্র উপহার দিয়েছেন। সেটি সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ হোক কিংবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’। তবে ইদানীং তাকে নিয়ে যে নতুন আঙ্গিকে নতুন করে ভাবা শুরু হয়েছে, তাতে তিনি তৃপ্ত। 

 

 

আয়শা/২৬ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৩০

▎সর্বশেষ

ad