ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

বিয়ের আগে সানাকে যে সম্বোধন করতেন মুফতি আনাস

Ayesha Siddika | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ - ১২:৫০:৩৬ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডে যখন সানা খানের নিজের জায়গা ধীরে ধীরে পাকাপোক্ত হচ্ছিলো, ঠিক ওই সময়েই ধর্মের পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন সাবেক অভিনেত্রী। চলচ্চিত্র জগতকে বিদায় জানালেন তিনি।

২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাইদকে বিয়ে করেন ‘বিগ বস’ এর সাবেক এই প্রতিযোগী। বিয়ের পর সানার জীবনযাপনে আসা পরিবর্তনও বেশ আলোচনায় ছিল।

 সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা খান জানিয়েছেন, বিয়ের আগে তার সঙ্গে স্বামীর সম্পর্কের শুরুটা ছিল একেবারেই ভিন্ন। সেই সময় আনাস সাইদ নাকি তাকে ‘বাজি’-অর্থাৎ ‘বোন; বলেই সম্বোধন করতেন। ধর্মীয় অনুশীলনের সূত্রেই দুজনের পরিচয় এবং ঘনিষ্ঠতা বাড়ে।

 সাবেক এ অভিনেত্রী জানান, স্বামী পাশে থাকলে তিনি নিজের বুদ্ধি খাটান না, বরং তার সিদ্ধান্তকেই অন্ধভাবে মেনে চলেন। ধর্মই তাদের দুজনকে কাছাকাছি এনে দেয়। সানার নিষ্ঠাভরে ধর্মাচরণ, তারকাসুলভ বিলাসিতা ছেড়ে সাদামাঠা জীবনযাপন-এসবই নাকি গুজরাটের ব্যবসায়ী আনাস সাইদকে ধীরে ধীরে মুগ্ধ করে।

সানা আরও জানান, তিনি তখন আনাস সাইদকে ‘মৌলানাজি’ বলেই ডাকতেন। সেই সময় একেবারেই বুঝতে পারেননি, এই ধর্মগুরুই একদিন তার জীবনসঙ্গী হয়ে উঠবেন। এ বিষয়ে আনাস সাইদের ভাষ্য, সানার প্রতি তার ভালোবাসা আরও গভীর হয় পরিবারের প্রতি তার মমত্ববোধ দেখে।

বাবা-মায়ের যত্ন নেওয়া থেকে শুরু করে সংসারের দেখভাল-সবকিছুই সানা করতেন আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে। তখনই তিনি বুঝে যান, যাকে এতদিন ‘বোন’ বলে সম্বোধন করেছেন, তিনিই ভবিষ্যতে তার স্ত্রী হতে চলেছেন। ধর্ম, বিশ্বাস আর সাধারণ জীবনচর্চার মধ্য দিয়েই গড়ে ওঠে সানা খান ও আনাস সাইদের এই ব্যতিক্রমী সম্পর্ক-যার শুরুটা হয়েছিল একেবারেই ‘বাজি’ সম্বোধন দিয়ে।

 

 

আয়শা/২৬ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৫০

▎সর্বশেষ

ad