
ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ইউনিটে মোট পাসের হার ৩৯ দশমিক ১০ শতাংশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।
সংশ্লিষ্ট সূত্র থেকে আরও জানা যায়, এ বছর ৫টি শিফটে ৩৩ হাজার ৪৯১ জন নারী শিক্ষার্থী ডি ইউনিটের পরীক্ষায় অংশ নেন এবং তাদের মধ্যে ১৪ হাজার ৪৩৪ জন ভর্তি পরীক্ষায় পাস করেন। মেয়েদের মধ্যে ডি ইউনিটে পাসের হার ৪৩ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে, ছেলেদের ক্ষেত্রে ৪টি শিফটে ২৪ হাজার ৪৯১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে ৮ হাজার ২৩৭ জন পাস করেন। সে হিসাবে ছেলেদের পাসের হার ৩৩ দশমিক ৬৩ শতাংশ।
আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:১৪






