ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

জাবিতে ডি ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩৯ শতাংশ

Ayesha Siddika | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ - ১০:১৯:৩০ পিএম

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ইউনিটে মোট পাসের হার ৩৯ দশমিক ১০ শতাংশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে মোট ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭০ হাজার ২২৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে ২২৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণের হার ছিল ৮২ দশমিক ৫৭ শতাংশ। এর মধ্যে পাস করেছেন ২২ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী। সে অনুযায়ী মোট পাসের হার দাঁড়িয়েছে ৩৯ দশমিক ১০ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্র থেকে আরও জানা যায়, এ বছর ৫টি শিফটে ৩৩ হাজার ৪৯১ জন নারী শিক্ষার্থী ডি ইউনিটের পরীক্ষায় অংশ নেন এবং তাদের মধ্যে ১৪ হাজার ৪৩৪ জন ভর্তি পরীক্ষায় পাস করেন। মেয়েদের মধ্যে ডি ইউনিটে পাসের হার ৪৩ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে, ছেলেদের ক্ষেত্রে ৪টি শিফটে ২৪ হাজার ৪৯১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে ৮ হাজার ২৩৭ জন পাস করেন। সে হিসাবে ছেলেদের পাসের হার ৩৩ দশমিক ৬৩ শতাংশ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার ঢাকা পোস্টকে বলেন, ডি ইউনিটে মোট আসনসংখ্যা ৩১০টি। প্রতিবারের মতো এবারও আমরা শিফটভিত্তিক মেধাতালিকা প্রকাশ করেছি। সাধারণত মোট আসনের তুলনায় ১০ গুণ বেশি মেধাতালিকা প্রকাশ করা হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে।

 

 

আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:১৪

▎সর্বশেষ

ad