
ডেস্কনিউজঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা বাংলাদেশে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং করছি তা আমরা অবশ্যই চালিয়ে যাব।’
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই দিনে আমরা আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধ আমরা ডিসেম্বর মাসের ১৬ তারিখে চূড়ান্ত বিজয়ের মাধ্যমে শেষ করেছিলাম। এই কারণেই এই দিনটি আমাদের কাছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসাথে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, তিনি যেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য যিনি নিরন্তর সংগ্রাম করেছেন সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বর্তমানে বিদেশে অবস্থানে রয়েছেন। আমরা আশা করছি, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। তার এই আগমন গণতন্ত্রের সংগ্রামকে আরো বেগবান করবে- সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব।’
তিনি যুক্ত করেন, ‘সবশেষে বলতে চাই, আজ স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষ, সার্বভৌমত্বে বিশ্বাসী মানুষ এবং গণতন্ত্রপ্রেমী জনগণ তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। ইনশাআল্লাহ, বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’
বিপুল/১৬.১২.২০২৫/দুপুর ১.৪০






