
ডেস্ক নিউজ : দেশে বর্তমানে কোনো শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না। তারপরও সারা দেশেই বেড়েছে শীতের অনুভূতি। তা আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে। বিশেষ করে সারা দেশে রাতের বেলা শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা দিতে পারে। বৃহস্পতিবার নীলফামারীরর সৈয়দপুরে ১০ দশমিক ০ ডিগ্রি, রাজশাহীতে ১০ দশমিক ২ ও ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
আরও বলা হয়েছে, ২৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। শনি ও রোববার সারা দেশে একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এই দুই দিনেও আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
সোমবার সকাল ৯টা থেকে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ব্যুরো ও প্রতিনিদের পাঠানো খবর-
রাজশাহীতে তীব্র শীতে কাঁপছে জনজীবন : উত্তরের হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা ও তীব্র শীতে কাঁপছে রাজশাহীসহ আশপাশের অঞ্চল। ঘন থেকে মাঝারি কুয়াশায় ঢাকা পড়েছে উত্তর-পশ্চিমের জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলা। বিপর্যস্ত হয়ে পড়েছে এসব জেলার জনজীবন। বৃহস্পতিবার প্রায় সারাদিনই সূর্যের দেখা মেলেনি এসব এলাকায়। এদিন দেশের মধ্যে রাজশাহীতে সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্থানীয় অফিস জানিয়েছে, এটাই বছরের সর্বনিম্ন তাপমাত্রা। আরও দুই-তিন দিন তীব্র শীত থাকবে রাজশাহী অঞ্চলে। রাতের তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে।
কুয়াশার চাদরে কুড়িগ্রাম : রাতভর বৃষ্টির মতো ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে কুয়াশা। বুধবার বিকাল থেকে শুরু করে পরদিন সকাল পর্যন্ত স্থানভেদে মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। সেই সঙ্গে শিরশিরে বাতাস প্রবাহিত হওয়ায় সূর্যোদয়ের আগ পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে। বেলা গড়িয়ে অনেক দেরিতে সূর্যের দেখা মেলায় বিপাকে পড়েছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট উপজেলা আবহাওয়া পর্যবেক্ষণাগার। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ ভাগ। এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।
বরিশালে জনজীবন বিপর্যস্ত : বরিশালে হঠাৎ করে চলতি মৌসুমের সর্বনিম্ন ১২ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবীসহ বিভিন্ন পেশার মানুষ। জেলা-উপজেলায় শীত আরও বেশি অনুভূত হচ্ছে। এদিকে বিভিন্ন ঠান্ডাজনিত রোগে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে আসন সংখ্যার সাতগুণ ৩শ শিশু রোগী ভর্তি রয়েছে।
সৈয়দপুরে তাপমাত্রা ১০ ডিগ্রি : নীলফামারীর সৈয়দপুরে ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। তীব্র শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সৈয়দপুর ছাড়াও নীলফামারী জেলার কয়েকটি উপজেলায় হিমেল হাওয়ায় ঠান্ডা অব্যাহত রয়েছে। সকালে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। কয়েকদিন থেকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন সর্বস্তরের মানুষ। বুধবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। বৃহস্পতিবার সূর্যের দেখা মিললেও তাপ ছিল না তেমন একটা।
আয়শা/২৬ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৫০






