ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

অ্যাশেজ খোয়ানোর পর জ্বলে উঠল ইংল্যান্ড, অল্পেই অলআউট অস্ট্রেলিয়া

Ayesha Siddika | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ - ০১:০৩:০৫ পিএম

স্পোর্টস ডেস্ক : ১১ দিনেই অ্যাশেজ খুইয়ে বসেছে বেন স্টোকসের ইংল্যান্ড, তাদের ‘বাজবল’ কৌশলও মুখ থুবড়ে পড়েছে রীতিমতো। তবে এর ঠিক পরই জ্বলে উঠল দলটা। বক্সিং ডেতে অ্যাশেজের চতুর্থ টেস্টে দলটা অস্ট্রেলিয়াকে অলআউট করে দিয়েছে মোটে ১৫২ রানে।

অস্ট্রেলিয়ার এই দুরাবস্থার কারণ জশ টাং। মাত্র অষ্টম টেস্ট খেলেই তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নিলেন। অ্যাশেজে এটি তার প্রথম ফাইফার। তাতে এক বিরল কীর্তিও গড়ে ফেলেছেন তিনি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৯৯৮ সালের পর এই প্রথম কোনো ইংলিশ বোলার পাঁচ উইকেট পেলেন।

দিনের শুরুতে টস জিতে ইংল্যান্ড বোলিং নেয়। সবুজ উইকেটে সিদ্ধান্ত কাজে লাগে। গাস অ্যাটকিনসন প্রথম আঘাত করেন। ট্র্যাভিস হেড বোল্ড হন। এরপর টাং একের পর এক আঘাত হানেন। মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ আউট হন দারুণ দুই বলে।

মধ্যাহ্ন বিরতির সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৭২ রানে ৪ উইকেট। পরে বেন স্টোকস নিজে বোলিংয়ে এসে অ্যালেক্স ক্যারিকে আউট করেন। স্টোকসের পরিকল্পনায় লেগ স্লিপে সহজ ক্যাচ নেন জ্যাক ক্রলি।

উসমান খাজা কিছুটা লড়াই করেন। তবে তিনিও শেষমেশ অ্যাটকিনসনের বলে কট বিহাইন্ড হন। এই সিরিজে ডানহাতি পেসারদের বিপক্ষে তার ভোগান্তি চলছেই।

শেষ দিকে নেসার ও গ্রিন কিছু রান যোগ করেন। তাদের জুটিতে আসে ৫২ রান। কিন্তু সেটিও বড় স্কোর গড়তে যথেষ্ট হয়নি। নেসার ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন। 

এই ম্যাচে ইংল্যান্ডের বোলিং আক্রমণ ছিল ধারালো। বিশেষ করে টাং ছিলেন দুর্দান্ত। ৪৫ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। অ্যাটকিনসন ২টি উইকেট শিকার করেছেন আর ১টি করে উইকেট পেয়েছেন স্টোকস আর ব্রেডন কার্স।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৫০

▎সর্বশেষ

ad