
স্পোর্টস ডেস্ক : ১১ দিনেই অ্যাশেজ খুইয়ে বসেছে বেন স্টোকসের ইংল্যান্ড, তাদের ‘বাজবল’ কৌশলও মুখ থুবড়ে পড়েছে রীতিমতো। তবে এর ঠিক পরই জ্বলে উঠল দলটা। বক্সিং ডেতে অ্যাশেজের চতুর্থ টেস্টে দলটা অস্ট্রেলিয়াকে অলআউট করে দিয়েছে মোটে ১৫২ রানে।
দিনের শুরুতে টস জিতে ইংল্যান্ড বোলিং নেয়। সবুজ উইকেটে সিদ্ধান্ত কাজে লাগে। গাস অ্যাটকিনসন প্রথম আঘাত করেন। ট্র্যাভিস হেড বোল্ড হন। এরপর টাং একের পর এক আঘাত হানেন। মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ আউট হন দারুণ দুই বলে।
মধ্যাহ্ন বিরতির সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৭২ রানে ৪ উইকেট। পরে বেন স্টোকস নিজে বোলিংয়ে এসে অ্যালেক্স ক্যারিকে আউট করেন। স্টোকসের পরিকল্পনায় লেগ স্লিপে সহজ ক্যাচ নেন জ্যাক ক্রলি।
উসমান খাজা কিছুটা লড়াই করেন। তবে তিনিও শেষমেশ অ্যাটকিনসনের বলে কট বিহাইন্ড হন। এই সিরিজে ডানহাতি পেসারদের বিপক্ষে তার ভোগান্তি চলছেই।
শেষ দিকে নেসার ও গ্রিন কিছু রান যোগ করেন। তাদের জুটিতে আসে ৫২ রান। কিন্তু সেটিও বড় স্কোর গড়তে যথেষ্ট হয়নি। নেসার ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন।
এই ম্যাচে ইংল্যান্ডের বোলিং আক্রমণ ছিল ধারালো। বিশেষ করে টাং ছিলেন দুর্দান্ত। ৪৫ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। অ্যাটকিনসন ২টি উইকেট শিকার করেছেন আর ১টি করে উইকেট পেয়েছেন স্টোকস আর ব্রেডন কার্স।
কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৫০






