ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

রাফিনিয়া কেন ব্যালন ডি’অর জেতেননি, হতাশ আর্জেন্টাইন কোচ

Ayesha Siddika | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ - ০৩:৫০:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ম্যাচের আগেই মুগ্ধতা প্রকাশ করেছিলেন। তবে সে স্তুতির মান রাখতেই যেন রাফিনিয়া জ্বলে উঠলেন ম্যাচে। গোল করলেন, বনে গেলেন ম্যাচসেরাও। আর তাতে ভর করেই বার্সেলোনা ৩-১ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদকে। 

ম্যাচের পর আরও এক প্রস্থ রাফিনিয়া স্তুতি গাইলেন আতলেতিকোর আর্জেন্টাইন কোচ দিয়েগো পাবলো সিমিওনে। ম্যাচের পর তিনি ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে অকপট প্রশংসা করেন।

সিমিওনে বলেন, ‘রাফিনিয়া অবিশ্বাস্য খেলোয়াড়। সে সব জায়গায় খেলতে পারে। উইঙ্গার হিসেবে, মিডফিল্ডার হিসেবে, স্ট্রাইকার হিসেবে, এমনকি উইং ব্যাক হিসেবেও।’তিনি আরও যোগ করেন, ‘সে গোল করতে পারে, সুযোগ তৈরি করতে পারে, প্রেস করতে পারে এবং দৌড়াতে পারে।’ 

এরপরই ব্যালন ডি’অর নিয়ে প্রশ্নটা তুললেন সিমিওনে। বললেন, ‘আমি বুঝতেই পারি না সে কীভাবে ব্যালন ডি’অর জিততে পারেনি। সবাই যাকে পছন্দ তাকে বেছে নিতে পারে, কিন্তু আমি তাকে বেছে নিছি।’

ম্যাচে বার্সার হয়ে সমতায় ফিরিয়ে আনার গোলটি আসে রাফিনিয়ার পা থেকে। তিনি পুরো ম্যাচজুড়ে ছিলেন দলের আক্রমণের মূল ভরসা। এ বছরের ব্যালন ডি’অর জিতেছেন পিএসজির উসমান দেম্বেলে। দ্বিতীয় হয়েছেন লামিন ইয়ামাল। রাফিনিয়া শেষ পর্যন্ত পঞ্চম স্থানে থাকেন।

 

 

আয়শা/০৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:৫৪

▎সর্বশেষ

ad