ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

‎জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে : হেলাল

Ayesha Siddika | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ - ০৮:৪৮:০৯ পিএম

ডেস্ক নিউজ : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানের প্রেক্ষাপটে এক বছরের জন্য ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল, গতকাল সেই কমিশনের পক্ষ থেকে অবশেষে জুলাই সনদ প্রণীত হয়েছে এবং সেই সনদ স্বাক্ষরিত হয়েছে। এখন পর্যন্ত এই সনদ আইনি ভিত্তি পায় নাই। আমরা বলতে চাই অবিলম্বে এটার আইনি ভিত্তি দিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

তিনি বলেন, এই জুলাই সনদে ঐকমত্য কমিশনের ছোটখাট বিষয়ে দ্বিমত থাকলেও সবাই ঐকমত্যে পৌঁছেছে। সে ব্যাপারে আইনি ভিত্তি দেওয়া না হলে এই সনদ প্রকৃতপক্ষে বিফলে যাবে। সুতরাং আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে এবং এ জন্য কোনো বাধা, কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের অপচেষ্টা দেশবাসী গ্রহণ করবে না। ‎শনিবার (১৮ অক্টোবর) দুপুরে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগেই বলা হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দল বলেছে নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে প্রয়োজনীয় সংস্কার যা কিছু আছে সেগুলো কার্যকর করতে হবে। বাংলাদেশের জনগণ এতো ত্যাগ স্বীকার করেছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়। অবশ্যই সেই নির্বাচন আমরা চাই। দেশের মানুষ যেন কল্যাণকর সমাজ ব্যবস্থা গড়তে পারে, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের দেশের জনগণ ১৫টি বছর এবং বাংলাদেশের ৫৩ বছর অপেক্ষা করে আসছিল। অনেক ত্যাগ, অনেক জুলুম-নির্যাতন, অনেক রক্ত দেওয়া হয়েছে। দেশবাসী এখন সেই সময় প্রত্যাখ্যান করতে চায়। সেজন্য কোনো ধরনের কোনো সংকট সৃষ্টি করতে দেওয়া হবে না।

জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, জেলা পেশাজীবী শাখা সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ প্রমুখ।

 

 

আয়শা/১৮ অক্টোবর ২০২৫,/রাত ৮:৪৪

▎সর্বশেষ

ad