কেমন কাটবে বৃহস্পতিবার

Ayesha Siddika | আপডেট: ০৭ আগস্ট ২০২৫ - ০৬:০৫:২৫ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : মেষ / এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : কর্মস্থানে উদ্দীপনা থাকবে না। আর্থিক ঝামেলা মিটে যাবে। সহকর্মীর সাথে সমস্যা মিটে যাবে। ব্যবসায়িক কিছু ঝামেলায় জড়াতে পারেন। তবে তুচ্ছ কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। আর্থিক ব্যয় হবে অনেকটাই।

বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১) : স্পষ্ট কথার জন্য শত্রু বাড়তে পারে। ফলে আজ স্পষ্ট কথা না বলাই শ্রেয়। ব্যস্ততার মধ্যে দিনটা কাটবে। নিয়মের বাইরে গিয়ে অন্যের জন্য কোনও তোষামোদ করতে হতে পারে। অর্থলাভ হতে পারে। সহকর্মীদের সহায়তায় বকেয়া কাজ সুসম্পন্ন হতে পারে। পদোন্নতিও অসম্ভব নয়।

কর্কট/ ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩) : অর্থ আসবে, তবে অতর্কিতে দ্রুত খরচও হয়ে যাবে। আজ অহেতুক বাক্য ব্যয় করতে পারেন। যুক্তি পূর্ণ বক্তব্য রাখলেও, আপনার সব কথা সবার পছন্দ নাও হতে পারে। আশা করেননি এমন কারণে অর্থ ব্যয় হতে পারে।

কন্যা/ ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) : আজ আপনার আচরণ অন্যকে মুগ্ধ করবেন। প্রাপ্তি অর্থ পেতে খুব সমস্যা হবে না। উপযুক্ত বুদ্ধির দ্বারা কর্মস্থানে অন্যকে পরাস্ত করতে পারবেন। তবে অনুতাপ হবে। বিশেষ পরিকল্পনায় দিনটি ভালো যাবে।

তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩) : আজ পুরনো পরিচিতর সাথে দেখা হয়ে যেতে পারে। কর্মভাবে অগ্রগতি বজায় থাকবে। তবে জীবিকা নিয়ে দুশ্চিন্তা লেগেই থাকবে। দুপুরের পর থেকে ব্যবসায়ে শুভ কিছু পরিবর্তন দেখা দেবে। আজ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। অর্থ সমস্যা খুব একটা নেই।

বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : প্রভাবশালী ব্যক্তির সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে উৎসাহ পাবেন। সহকর্মীর নিন্দার পাত্র হতে পারেন। ব্যবসায় আর্থিক লাভ হবে। নতুন উন্নতি সুযোগ আসবে। সাম্প্রতিক জীবনে উন্নতি আসবে। বেশ কিছু অভিজ্ঞতা লাভ করবেন।

ধনু / স্যাজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১) : আপনার গোঁড়া মনোভাবের জন্য অন্যের বিরক্তির কারণ হতে পারেন। অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। অপ্রত্যাশিত কিছু শুভ ঘটনা ঘটতে পারে। অবহেলা না করে শুভ খবরের যথাযথ ব্যবস্থা নিন।

মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০) : নানারকম অসুবিধার মধ্যেও সাংসারিক ঐক্য বজায় থাকবে। পরিবেশ অনুকূল থাকায় আর্থিক দিকে সমস্যা হবে না। তবে বেলার দিকে আর্থিক ব্যয় হবে। কেউ পরিকল্পনা করে বদনাম রটাতে পারে। কোনও ঘটনায় ভুল মন্তব্য করে সমস্যায় পড়তে পারেন।

কুম্ভ / অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯) : আজ আপনাকে মানসিকভাবে নিজেকে শক্ত রাখতে হবে। কর্মস্থলে কোনো প্রতিকূল ঘটনার সম্মুখীন হতে পারেন। অর্থের গুরুত্ব এখনও আপনি ভালভাবে বোঝেন না। ফলে সমস্যা বাড়বে।

মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০) : আজ কিছুতেই মন বসবে না। দিনটিতে কাউকে ঋণ দিতে যাবেন না। তার অর্থ ফেরত পেতে মুশকিলে পড়বেন। পরিবারের সদস্যদের সাথে আনন্দ -দুঃখ ভাগ করে নেবেন। কর্মস্থানে আজ বিরোধে যাবেন না, পরিস্থিতি সামলে নিন।

 

 

আয়শা/৭ আগস্ট ২০২৫/বিকাল ৫:৪৪

▎সর্বশেষ

ad