চাঁদপুরে চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যু

Ayesha Siddika | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ০৬:৪৯:১৯ পিএম

ডেস্ক নিউজ : নিহত ব্যক্তির নাম মাইনউদ্দিন সরকার (৪৫)। তিনি একই এলাকার রুহুল আমিন সরকারের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ‘ব্যুরো বাংলাদেশ’ নামের একটি এনজিও থেকে ঋণ নেন মাইনউদ্দিন সরকারের স্ত্রী মাফিয়া বেগম ও তার চাচা ফারুক সরকারের স্ত্রী। কিস্তি পরিশোধকে কেন্দ্র করে প্রথমে দুই নারীর মধ্যে বচসা শুরু হয়। একপর্যায়ে দুই পরিবারের পুরুষ সদস্যরাও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তখন উত্তেজিত হয়ে ফারুক সরকার ভাতিজা মাইনউদ্দিনকে ঘুষি মারেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মাইনউদ্দিন।


তাকে দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, মাইনউদ্দিনের মুখে আঘাতের চিহ্ন রয়েছে, তবে শরীরের অন্য কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই অভিযুক্ত ফারুক সরকার এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

নিহতের স্ত্রী মানছুরা বেগম বলেন, ‘আমার স্বামী বাজারে রেডিও, টিভি ও ঘড়ি মেরামতের কাজ করতেন। তার আয়ে সংসার চলত। কিন্তু তুচ্ছ ঘটনায় আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

অভিযুক্ত ফারুক সরকারের স্ত্রী মাফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’মতলব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল কবির বলেন, ‘মতলব উত্তর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।” তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।’

 

 

কুইকটিভি/আয়শা/৩০ জুলাই ২০২৫,/বিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad