লালমনিরহাটে ট্রেন দুর্ঘটনা, দুই বগি লাইনচ্যুত..

RAZ CHT | আপডেট: ২৮ জুলাই ২০২৫ - ০৪:৫৬:৪০ পিএম

অনলাইন নিউজ ডেস্ক :

লালমনিরহাটে সিগন্যাল ত্রুটির কারণে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। আজ সোমবার দুপুর ২টার দিকে লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনের উত্তর পাশে বিডিআর গেট এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, রাজধানী থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়ার্কশেডের দিকে নেওয়া হচ্ছিল। এ সময় একই লাইনে বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা বুড়িমারী কমিউটার ট্রেনটি লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল। এ সময় সিগন্যাল ক্রটির কারণে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীবিহীন লালমনি এক্সপ্রেস ট্রেনের দুই বগি উল্টে যায় ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। তবে বুড়িমারী কমিউটারে যাত্রী থাকলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।লালমনিরহাট রেল বিভাগের ডিএমই (লোকো) সাজিদ হাসান নির্ঝর জানান, লাইনচ্যুত দুই বগি উদ্ধারসহ লাইন মেরামতের কাজ শুরু করেছে লালমনিরহাট রেল বিভাগ। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু মোস্তফা আলম বলেন, ‘প্রাথমকিভাবে মনে হচ্ছে ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। খোঁজ খবর নেওয়া হচ্ছে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৮ জুলাই ২০২৫/ বিকাল :৪.৫৫

▎সর্বশেষ

ad