সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বন্দুক-গুলি জব্দ..

RAZ CHT | আপডেট: ৩১ জুলাই ২০২৫ - ০২:৪২:৪৪ পিএম

নিউজ ডেক্সঃ সাতক্ষীরার সুন্দরবনে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা গুলি জব্দ করেছে কোস্টগার্ড। সুন্দরবনের মাউন্দে নদীসংলগ্ন এলাকা এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে কোস্টগার্ড স্টেশন কৈখালীর একটি দল মাউন্দে নদীসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে সন্দেহজনক এক ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি তা উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। পরে আত্মসমর্পণ করানোর জন্য অভিযানে থাকা সদস্যরা দুটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ওই ব্যক্তি হাতে থাকা ব্যাগ ফেলে বনের ভেতরে পালিয়ে যান। ব্যাগটি তল্লাশি করে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

সিয়াম-উল-হক আরও বলেন, জব্দ করা অস্ত্র ও গুলি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইটিভি/রাজ/৩১জুলাই২০২৫/দুপুরঃ ২.৪০
▎সর্বশেষ

ad