
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ট্রাম্প বলেছেন যে পাকিস্তানের সাথে চুক্তিতে দেশটির ‘বিশাল’ তেল মজুদের যৌথ উন্নয়ন অন্তর্ভুক্ত। ট্রাম্পের স্ব-আরোপিত ১ আগস্টের সময়সীমার আগে দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশের সাথে আলোচনা চলমান থাকাকালীন এই ঘোষণাটি এলো।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘আমরা পাকিস্তানের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছি, যার মাধ্যমে পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিশাল তেলের রিজার্ভ নিয়ে একসাথে কাজ করবে।’ চুক্তির অতিরিক্ত বিবরণ না দিয়ে মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে লিখেছেন,
এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে এমন তেল কোম্পানি বাছাইয়ের প্রক্রিয়া চলছে। কে জানে, হয়তো তারা (পাকিস্তান) একদিন ভারতে তেল বিক্রি করবে! ট্রাম্প জানান, তার প্রশাসন ‘হোয়াইট হাউসে বাণিজ্য চুক্তি নিয়ে খুব ব্যস্ত’। বলেন, “আমি অনেক দেশের নেতাদের সাথে কথা বলেছি, যাদের সবাই মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘অত্যন্ত খুশি’ করতে চান।”
এর আগে, আগামী ১ আগস্ট থেকে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৫ শতাংশ শুল্ক দেবে বলে ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে আমরা তাদের সাথে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক হার অনেক বেশি।
এছাড়াও তারা (ভারত) সবসময় রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনেছে এবং রুশ জ্বালানির বৃহত্তম ক্রেতা। এমন এক সময়ে ভারত এ কাজ করেছে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক – সবকিছু ঠিক নেই। ট্রাম্প আরও বলেন, ‘এসব কিছুর জন্য ভারত ২৫% শুল্ক দেবে, সাথে উপরোক্ত জরিমানাও, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। মেক আমেরিকা গ্রেট এগেইন।’
আয়শা/৩১ জুলাই ২০২৫,/দুপুর ২:০৫