একদিন ভারতেও তেল রফতানি করবে পাকিস্তান: ট্রাম্প

Ayesha Siddika | আপডেট: ৩১ জুলাই ২০২৫ - ০২:৪৯:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ওপর শুল্ক আরোপের পরপরই ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছে যাতে দেশটি তাদের বিশাল তেলের ভান্ডার উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে।

তিনি লিখেছেন, ‘আমরা সম্প্রতি পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছি, যেখানে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র একসঙ্গে তাদের বিশাল তেলসম্পদ উন্নয়নে কাজ করবে। কোন তেল কোম্পানি এই প্রকল্প পরিচালনা করবে, তা ঠিক করার প্রক্রিয়ায় আছি।’

তিনি এরপর লেখেন, ‘এখন এমন একটি তেল কোম্পানি বেছে নেয়া হচ্ছে, যারা এই উদ্যোগে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন পাকিস্তান ভারতে তেল রফতানিও শুরু করবে!’

সূত্র: ইকোনমিক টাইমস, বিজনেস টুডে।

 

 

আয়শা/৩১ জুলাই ২০২৫,/দুপুর ২:৪৪

▎সর্বশেষ

ad